নিউ ইয়র্ক: এক মহিলাকে ধর্ষণ এবং অন্য এক মহিলাকে বিকৃত যৌন আচরণে বাধ্য করার অভিযোগে গ্রেফতার করা হল হলিউডের প্রযোজক হার্ভে উইনস্টেনকে। আজ তাঁকে গ্রেফতার করে নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনের একটি থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে আদালতে পেশ করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


হলিউডের অন্যতম প্রভাবশালী ব্যক্তি উইনস্টেনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ নতুন নয়। অ্যাঞ্জেলিনা জোলি, সলমা হায়েক, অ্যাশলে জাড, উমা থুরমান, এশিয়া আর্জেন্টোর মতো প্রখ্যাত হলিউড তারকা সহ ৮০ জনেরও বেশি মহিলা প্রকাশ্যে উইনস্টেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন। শুরু হয় #MeToo আন্দোলন। এহেন উইনেস্টেনকে এতদিন পরে গ্রেফতার করা হল।

এই প্রযোজকের আইনজীবী অবশ্য তাঁর মক্কেলকে নির্দোষ বলে দাবি করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জামিনের জন্য ১০ লক্ষ মার্কিন ডলার দিতে তৈরি উইনস্টেন। তাঁকে পাসপোর্ট জমা দিতে হবে। তাঁর ভ্রমণ নিয়ন্ত্রিত করা হবে।