কলকাতা: ইতিমধ্য়েই ঘোষণা হয়েছে 'ব্রহ্মাস্ত্র' পার্ট টু ও থ্রি-এর। তবে অয়ন মুখোপাধ্য়ায়ের সাম্প্রতিক পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে ইতিমধ্য়েই। গত সপ্তাহে অয়ন সোশ্যাল মিডিয়ায় ব্রহ্মাস্ত্র পার্ট টু এবং ব্রহ্মাস্ত্র পার্ট থ্রি প্রকাশের ঘোযণা করেন৷ কিন্তু সেই পোস্টে করণ জোহর এবং তাঁর প্রোডাকশন হাউসের উল্লেখ ছিল না। আর এরপরই শুরু হয়েছিল জল্পনা। তবে কী অন্য় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে চলেছেন অয়ন। আর এই খবরেই সরগরম ছিল বলিউড।
তবে জানা যাচ্ছে, তাঁরা দুজনেই ছবিটি বানাচ্ছেন। এটি নেহাতই একটি গুঞ্জন।
প্রসঙ্গত, বক্স অফিসে বিপুল সাফল্য লাভ করে 'ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা' (Brahmastra Part 1: Shiva)। প্রথমেই শোনা গিয়েছিল অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত 'অস্ত্রভার্স'-এর আরও দুটি পর্ব আসবে। সেই বিষয়েই ঘোষণা করছিলেন পরিচালক।
রিচালক অয়ন মুখোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেন। জানান আসছে 'ব্রহ্মাস্ত্র পার্ট ২: দেব' ও 'ব্রহ্মাস্ত্র পার্ট ৩'। ঘোষণা করা হল ছবি দুটির মুক্তির তারিখও। ২০২৬ ও ২০২৭ সালে যথাক্রমে মুক্তি পাবে ছবি দুটি।
আরও পড়ুন...
সলমানের ছবিতে কেন থাকছে না লেখকের নাম?'রাউডি রাঠোর'-এর সিক্য়ুয়েলে থাকবেন অক্ষয়?বিনোদনের সারাদিন
অয়ন মুখোপাধ্যায় তাঁর পোস্টে এদিন লেখেন, 'সময় এসে গেছে - ব্রহ্মাস্ত্র ট্রিলজি, অস্ত্রভার্স ও আমার জীবন সম্পর্কে কিছু আপডেট দেওয়ার! প্রথম পর্বের সমস্ত ভালবাসা ও প্রতিক্রিয়া পাওয়ার পর... দ্বিতীয় ও তৃতীয় পর্বের ওপর মনোনিবেশ করি আমি - যা এখন আমি জানি যে প্রথম পর্বের থেকেও বড় ও আরও উচ্চাকাঙ্ক্ষী হয়ে উঠবে! আমরা বুঝেছি যে ব্রহ্মাস্ত্র দুই এবং তিনের চিত্রনাট্য আরও নিখুঁত করতে আমাদের আরও কিছুটা সময় প্রয়োজন।'
অয়ন মুখোপাধ্যায় ঘোষণা করেন যে একইসঙ্গে ব্রহ্মাস্ত্র দ্বিতীয় ও তৃতীয় পর্ব তৈরি হবে। তিনি বলেন, 'এবং... সিদ্ধান্ত নিয়েছি যে দুটো ছবি তৈরি করব... একসঙ্গে! এবং তাদের মুক্তিও হবে কাছাকাছি সময়ে! এটি অর্জন করার জন্য আমার কাছে একটি টাইমলাইন আছে, যা আমি আজ আপনাদের সবার সঙ্গে শেয়ার করছি!'
তবে 'ব্রহ্মাস্ত্র'-এর আপডেট ছাড়াও তিনি আরও একটি খবর শেয়ার করেছেন। বড় প্রযোজনা সংস্থার তরফে একটা বড় প্রজেক্টের দায়িত্ব পেয়েছেন তিনি। যদিও তিনি নিজে কোনও ছবির নাম উল্লেখ করেননি তবে বলিউড সূত্রে খবর, হৃত্বিক রোশন অভিনীত 'ওয়ার' ছবির দ্বিতীয় পর্ব আসতে চলেছে এবং সেই ছবিরও পরিচালনার দায়িত্বে অয়ন।