হাজার কোটিতে টিভি চ্যানেলে ছবির স্বত্ব বিক্রি সলমনের!
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2016 06:12 PM (IST)
NEXT
PREV
নয়াদিল্লি: সলমন খান কি তাঁর সাম্প্রতিক সুপারহিট ছবিগুলি ছোটপর্দায় দেখানোর জন্য একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে হাজার কোটি টাকার চুক্তি করেছেন? বলিউডে কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে।
সলমনের সাম্প্রতিকতম ছবি ‘সুলতান’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নতুন রেকর্ড গড়বে বলেই মনে হচ্ছে। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো ছবিও যথেষ্ট ভাল ব্যবসা করেছে। এই ছবিগুলির স্বত্ব তাই বিপুল অর্থের বিনিময়েই বিক্রি করেছেন সলমন।
অজয় দেবগন তাঁর ১০টি ছবি ওই একই চ্যানেলকে বিক্রি করেছেন ৪০০ কোটি টাকায়। সেখানে সলমন ১০টি ছবির জন্য ৫০০ কোটি টাকা নিয়েছিলেন। তবে সলমনের সাম্প্রতিক সব ছবিই সুপারহিট হওয়ায় টাকার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে। সম্প্রতি হৃত্বিক রোশন তাঁর আগামী ৬টি ছবির স্বত্ব ৫৫০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। বলিউডের অপর এক অভিনেতা বরুণ ধবন তাঁর ১০টি ছবির জন্য ৩০০ কোটি টাকা পাচ্ছেন।
নয়াদিল্লি: সলমন খান কি তাঁর সাম্প্রতিক সুপারহিট ছবিগুলি ছোটপর্দায় দেখানোর জন্য একটি জনপ্রিয় চ্যানেলের সঙ্গে হাজার কোটি টাকার চুক্তি করেছেন? বলিউডে কান পাতলে এমন খবরই শোনা যাচ্ছে।
সলমনের সাম্প্রতিকতম ছবি ‘সুলতান’ ব্যবসায়িক সাফল্যের দিক থেকে নতুন রেকর্ড গড়বে বলেই মনে হচ্ছে। এর আগে ‘বজরঙ্গি ভাইজান’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো ছবিও যথেষ্ট ভাল ব্যবসা করেছে। এই ছবিগুলির স্বত্ব তাই বিপুল অর্থের বিনিময়েই বিক্রি করেছেন সলমন।
অজয় দেবগন তাঁর ১০টি ছবি ওই একই চ্যানেলকে বিক্রি করেছেন ৪০০ কোটি টাকায়। সেখানে সলমন ১০টি ছবির জন্য ৫০০ কোটি টাকা নিয়েছিলেন। তবে সলমনের সাম্প্রতিক সব ছবিই সুপারহিট হওয়ায় টাকার অঙ্ক অনেক বেড়ে গিয়েছে। সম্প্রতি হৃত্বিক রোশন তাঁর আগামী ৬টি ছবির স্বত্ব ৫৫০ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। বলিউডের অপর এক অভিনেতা বরুণ ধবন তাঁর ১০টি ছবির জন্য ৩০০ কোটি টাকা পাচ্ছেন।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -