প্রথম বলিউড ছবি থেকেই বাদ পড়লেন সারা?
ABP Ananda, Web Desk | 31 Jan 2017 12:46 PM (IST)
মুম্বই: সেফ আলি খান ও অমৃতা সিংহের মেয়ে সারা আলি খানের বলিউডে পা রাখা নিয়ে বেশ কিছুদিন ধরে জল্পনা চলছে। কেউ বলছে, সারা রণবীর সিংহের সঙ্গে ছবির জগতে আসবেন, আবার কেউ বলছে, শাহিদ কপূরের ভাই ইশান খাট্টারের সঙ্গে দেখা যাবে তাঁকে। শেষমেষ শোনা যায়, কর্ণ জোহরের ধর্মা প্রোডাকশনসের ব্যানারে সিনেমায় নামছেন সারা। বিপরীতে থাকবেন স্বয়ং হৃতিক রোশন। কিন্তু দেখা যাচ্ছে, সারার বলিউড ভাগ্য এই মুহূর্তে মোটেই মসৃণ নয়। হৃতিকের সঙ্গে ছবিটি নাকি আপাতত স্থগিত হয়ে গিয়েছে। শোনা যাচ্ছিল, মার্চে শুরু হবে শ্যুটিং। কিন্তু হৃতিক আর কর্ণ- দু’জনেই নাকি এখন এত ব্যস্ত, মুখোমুখি বসে এ নিয়ে আলোচনা করার সময়ই পাচ্ছেন না তাঁরা। শেষ এ ব্যাপারে তাঁদের কথা হয় নভেম্বরে। আশা করা যাচ্ছে, অল্প কদিনের মধ্যেই তাঁরা বৈঠকে বসবেন। সব কিছু ঠিকঠাক চললে মার্চেই শুরু হবে ছবির কাজ। কিন্তু কথা হল, সারাকে ছবিতে সম্ভবত নেওয়া হচ্ছে না। মাঝে শোনা যায়, হৃতিকের বিপরীতে কাজ করবেন দীপিকা পাড়ুকোন। রীতিমত খ্যাতিসম্পন্ন অভিনেত্রী দীপিকাকে ছেড়ে আনকোরা সারার ওপর দাঁও রাখতে হৃতিক-কর্ণের কি আপত্তি রয়েছে? সে নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।