কলকাতা:  হাসিন জাহান, মাস খানেক আগেই তাঁর ক্রিকেটার স্বামী মহম্মদ সামির সঙ্গে ঝামেলার কারণে, একাধিকবার এসেছেন সংবাদ শিরোনামে। তবে সেই ঝামেলার মধ্যেই দিন কয়েক আগে নিজের মডেলিং দুনিয়ায় ফেরার খবর ঘোষণা করেন হাসিন, সঙ্গে পোস্ট করেন সাহসী ফটোশ্যুটের ছবি। তারপর মাত্র ২৪ ঘণ্টা আগেই জানা যায় তিনি বলিউডেও নামতে চলেছেন।

 

আজ সকালে নিজের মডেলিং শ্যুটের আরও একটি ভিডিও পোস্ট করে সকলকে চমকে দিলেন হাসিন। বুধবার সকালেই নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরও খোলামেলা, সাহসী ফটোশ্যুটের একটি ভিডিও পোস্ট করেন হাসিন জাহান।