মুম্বই: বক্স অফিসে প্রথম দিন তেমন সাফল্য পেল না উর্বশী রাউতেলা অভিনীত হেট স্টোরি ৪। প্রথম দিন এই ছবির ব্যবসা মাত্র ৩.৭৬ কোটি টাকার। বাণিজ্য বিশেষজ্ঞ তরণ আদর্শ ট্যুইট করে এই খবর দিয়েছেন।

বিশাল পাণ্ড্য পরিচালিত হেট স্টোর ৪ এক মডেলের সঙ্গে দুই ব্যবসায়ী ভাইয়ের ত্রিকোণ প্রেমের গল্প। অধিকাংশ সমালোচনাতেই ছবিটিকে নিম্নমানের বলে উল্লেখ করা হয়েছে। ফলে এই ছবির পক্ষে সাফল্য পাওয়া কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।



২০১২ থেকে হেট স্টোরি সিরিজ শুরু হয়েছে। প্রথম ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন পাওলি দাম। সেই ছবিটির পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। ৯ কোটি বাজেটের ছবিটি ১৬.৪৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ২০১৪ সালে মুক্তি পায় হেট স্টোরি ২। সুরভিন চাওলা, জয় ভানুশালি ও সুশান্ত চাওলা এই ছবিতে অভিনয় করেন। ১৫ কোটি বাজেটের এই ছবি বক্স অফিসে ৩১.০৭ কোটি টাকার ব্যবসা করে। ২০১৫ সালে মুক্তি পায় হেট স্টোরি ৩। এই ছবিতে অভিনয় করেন জারিন খান, ডেইজি শাহ, কর্ণ সিংহ গ্রোভার ও শরমন জোশী। ২০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে ৫৫ কোটি টাকার ব্যবসা করে। এবার হেট স্টোরি ৪ কেমন ব্যবসা করে, সেদিকেই চলচ্চিত্র বিশেষজ্ঞদের নজর।