মুম্বই: কয়েকদিন আগে হাসপাতালের আইসিইউ-তে নিজের শয্যাশায়ী থাকার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন গায়ক সোনু নিগম। সেখানে তিনি জানিয়েছিলেন, সামুদ্রিক খাবার খেয়ে আচমকাই তাঁর অ্যালার্জি হয়। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি হতে হয়। নানাবতী হাসপাতালে ভর্তি ছিলেন সোনু। থাকতে হয় আইসিইউতে। ছবিতে দেখা যায়, বেডে শুয়ে রয়েছেন তিনি। মুখে অক্সিজেন মাস্ক। আরেকটি ছবিতে দেখা যায়, তাঁর চোখ ফুলে গিয়েছে। গায়ক জানান, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি ওড়িশায় একটি কনসার্টে যোগ দেন।
সোনুর ওই অ্যালার্জির ছবি দেখে তাঁর অনুরাগীরা দ্রুত আরোগ্য কামনা করলেও, কয়েকজন এই প্রসঙ্গে ‘আজান বিতর্ক’ টেনে এনে তাঁকে তীব্র আক্রমণ করেন। প্রসঙ্গত, ২০১৭ সালে আজানের শব্দ নিয়ে আপত্তি তুলে একটি পোস্ট করে সেই সময় আলোড়ন ফেলে দিয়েছিলেন সোনু। সোশ্যাল মিডিয়ায় করা সোনুর ওই পোস্টের তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। অনেকেই তাঁকে সেই সময় আক্রমণ করেছিলেন। তাঁকে হুমকির সম্মুখীন হতে হয়েছিল। জারি করা হয়েছিল ফতোয়া। যার বিরুদ্ধে সোনু নিজের মস্তকমুণ্ডন করে সেই ছবি টুইটারে পোস্ট করেছিলেন।
ওই বিতর্কের পর টুইটার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেন গায়ক। তবে, এখন ইনস্টাগ্রামে অসুস্থতার ছবি প্রকাশ্যে আসতেই, নিন্দুকেরা ফের তাঁর বিরুদ্ধে ওই বিতর্ককে টেনে এনে সোচ্চার হয়েছেন। আক্রমণকারীরা এই ঘটনাকে ‘গডস অ্যাক্ট’ বলে উল্লেখ করে তাঁকে কটাক্ষ করেছেন।
তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠার কামনা করাদের যেমন ধন্যবাদ জানিয়েছেন সোনু, তেমনই বিরুপ মন্তব্যকারীদের একহাত নিয়েছেন। বলেছেন, খাবার থেকে যেমন অ্যালার্জি হয়, তেমনই এই পৃথিবীতে মানুষের রূপে বিভিন্ন প্রকারের অ্যালার্জেন ঘুরে বেড়াচ্ছে। সকলকে তাদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন সোনু।