ওয়াশিংটন: ফাস্ট ফুডের প্রতি তাঁর প্রবল আসক্তি। কখনই শারীরিক কসরৎ করা বা খাদ্যাভ্যাস মেনে চলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মচারীরা।
এদিন ছিল ট্রাম্পের শারীরিক পরীক্ষা। তার আগে, হোয়াইট হাউস সূত্রে জানা গিয়েছে, ৭২-বছর বসয়ী মার্কিন প্রেসিডেন্টের উচ্চ কলেস্টেরল রয়েছে। এমনও খবর, যে হার্টের সমস্যাও রয়েছে তাঁর। যার জেরে ট্রাম্পকে ডায়েট চার্ট তৈরি করে দিয়েছেন তাঁর চিকিৎসকরা। একইসঙ্গে, তাঁকে শারীরিক কসরতেরও পরামর্শ দেন তাঁরা। কিন্তু, তাতে কর্নপাত করেননি মার্কিন প্রেসিডেন্ট।
হোয়াইট হাউসের একাধিক কর্মচারী স্বীকার করেন, নিজের পুরনো খাদ্যাভ্যাসে বদল আনতে একেবারেই রাজি নন ট্রাম্প। কখনই হোয়াইট হাউসের ফিটনেস রুমে পা রাখেননি। কারণ, মার্কিন প্রেসিডেন্টের মতে, কসরৎ সময় নষ্ট ছাড়া কিছুই নয়।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, প্রায়ই বাইরে থেকে ফাস্ট ফুড আনার নির্দেশ দেন তিনি। রেড মিটও তাঁর বিশেষ পছন্দের। গতমাসে স্থানীয় এক বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিম হোয়াইট হাউসে গিয়েছিল। ট্রাম্প তাঁদের বার্গার, চিকেন নাগেট ফ্রাই সহ একাধিক ফাস্ট ফুডের পসরা সাজিয়ে আপ্যায়ণ করেছিলেন।