মুম্বই: সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা বেগম জান-এ খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন চাঙ্কি পান্ডে। তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। সিনেমার চরিত্রটি পর্দায় যেরকম দক্ষতায় জীবন্ত করে তুলেছেন চাঙ্কি, তাকে বাহবা দিচ্ছেন দর্শক থেকে সমালোচকরা। চাঙ্কি জানিয়েছেন, শ্যুটিংয়ের সময় তাঁর লুক দেখে ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেত্রী বিদ্যা বালন।
সিনেমার শ্যুটিংয়ের কয়েকটি ঘটনার কথা জানাতে গিয়ে চাঙ্কি বলেছেন, বিদ্যার সঙ্গে তাঁর প্রথম দেখা হওয়ার মুহূর্তটা ছিল অত্যন্ত মজাদার। বিদ্যার সঙ্গে দেখা করতে সোজা বিদ্যার ভ্যানিটি ভ্যানে চলে গিয়েছিলেন চাঙ্কি। চাঙ্কি তাঁর অভিনীত চরিত্রের বেশেই বিদ্যার কাছে পৌঁছে গিয়েছিলেন। ওই অবস্থায় চাঙ্কিকে দেখে বিদ্যা ভড়কে গিয়েছিলেন। চাঙ্কি বলেছেন, বিদ্যার ওই প্রতিক্রিয়া তাঁর কাছে প্রশংসার সামিল হয়ে উঠেছিল।
সিনেমায় অভিনয়ের জন্য যে প্রশংসা পেয়েছেন, সে সম্পর্কে চাঙ্কি বলেছেন, ছোট থেকেই তিনি খলনায়কের চরিত্র পছন্দ করতেন। শেষপর্যন্ত এ ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ তিনি পেলেন।
সিনেমার স্ক্রিনিংয়ের সময়ও মজার ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন চাঙ্কি। সেই সময় তাঁর পিছনে বসেছিলেন দুই মহিলা। যখন তাঁরা জানতে পারলেন যে, তাঁদের সামনেই চাঙ্কি পান্ডে বসে রয়েছেন, তখন ওই দুই মহিলা সিট ছেড়ে উঠে যান।