নয়াদিল্লি: এবার আয়ারল্যান্ডে জাতিবিদ্বেষের মুখে এশীয়রা। ট্রেনের মধ্যে এক শ্বেতাঙ্গ মহিলা তাঁদের অশ্লীল গালিগালাজ করেছেন, ফিরে যেতে বলেছেন ভারতে। এশীয়দের অপরাধ, তাঁদের মধ্যে একজন খালি আসনে একটি ব্যাগ রেখেছিলেন।

আর এক যাত্রী গোটা ঘটনার ভিডিও করে টুইটারে পোস্ট করেন। আইরিশ রেলকে ট্যাগ করে তিনি অভিযোগ করেন, অন্তত ১০ মিনিট ধরে ওই মহিলা জাতিবিদ্বেষী গালিগালাজ করছিলেন এশীয় যাত্রীদের।

ট্রেনের একটি খালি আসনে এক এশীয় যাত্রী একটি ব্যাগ রাখেন। তাতেই ওই মহিলা প্রচণ্ড রেগে শুরু করেন চেঁচামেচি। একজন তাঁকে ওল্ড লেডি বলে সম্ভাষণ করলে তাঁকে তিনি অশ্লীল গালিগালাজ করে ভারতে ফিরে যাওয়ার উপদেশ দেন। তাঁর অভিযোগ, ওই এশীয়রা তো চারটে আসনের জন্য পয়সা দেননি, তাহলে ফাঁকা আসনে ব্যাগ রেখেছেন কেন। তাঁদের নিজেদের আসন ছেড়ে উঠে পড়তেও বলেন তিনি।





অশান্তির জেরে ওই এশীয়রা অন্য কামরায় চলে যেতে বাধ্য হন। এমনকী একজন তাঁদের সমর্থন করলে মহিলা চিৎকার করেন, কী বিশ্রী দেখতে এই লোকটা। ও তোমাদের সমর্থন করছে তার কারণ, ও এত কুৎসিত।


ঘটনার নিন্দা করেছে আইরিশ রেল কর্তৃপক্ষ। বিষয়টির তদন্তের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে তারা। তবে ওই এশীয়রা কোন দেশের ছিলেন বা অভিযুক্ত মহিলাই বা কোথাকার নাগরিক, জানা যায়নি।