মুম্বই: ইনস্টাগ্রাম পেজে মা কালীর একটি ছবি পোস্ট করেন। নীচে লেখেন কারেন্ট মুড। আর যায় কোথায়, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন বিখ্যাত পপ স্টার কেটি পেরি। অনেকেরই মন্তব্য, তাঁর বর্তমান মানসিক অবস্থার সঙ্গে মা কালীর তাণ্ডবকে তুলনা করে কেটি হিন্দু ধর্ম ও সংস্কৃতিকে ছোট করে দেখালেন কিনা।





একজন লিখেছেন, কেটি পেরি গন্ডগোল করে ফেলেছেন। আর একজন, হলিউডে ট্রেন্ডি হতে হলে অন্যের সংস্কৃতি নিয়ে হাসিঠাট্টা করতে হয়।










যদিও কেউ কেউ বলেছেন, হয়তো দেবীকে অসম্মানের কোনও উদ্দেশ্য কেটি পেরির ছিল না।