২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘রইস’। ছবিতে এক চোরাকারবারীর ভূমিকায় রয়েছেন শাহরুখ। আমিরকে কথা দিয়েছি, ‘দঙ্গল’ দেখব, বললেন শাহরুখ
ABP Ananda, Web Desk | 12 Jan 2017 04:31 PM (IST)
মুম্বই: ‘দঙ্গল’ যতই সব রেকর্ড ভেঙে দিক, তা এখনও দেখে উঠতে পারেননি শাহরুখ খান। তবে আমির খানকে কথা দিয়েছেন, শিগগিরই ছবিটি দেখবেন তিনি। আপাতত ‘রইস’-এর প্রমোশনে ব্যস্ত শাহরুখ। তারই অঙ্গ হিসেবে চলছে ফ্যানদের সঙ্গে টুইটার চ্যাট। তাতেই এক প্রশ্নের উত্তরে বলেছেন, কাজে ব্যস্ত থাকায় ‘দঙ্গল’ এখনও দেখে ওঠা হয়নি। তবে দেখবেন শিগগিরই।