মুম্বই: অকালমৃত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খানকে নোটিশ দিল বম্বে হাইকোর্ট। অভিনেতা সুরজ পাঞ্চোলির বাবা মা আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাব তাঁর বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ এনেছেন, সে ব্যাপারে আদালত এই নোটিশ জারি করেছে।
ডিসেম্বরে রাবিয়ার বিরুদ্ধে এই পিটিশন ফাইল করেছেন আদিত্য ও জারিনা। তাতে তাঁরা বলেছেন, রাবিয়া নাগাড়ে সুরজ ও তাঁদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে চলেছেন। অথচ এর আগে তিনিই হাইকোর্টকে কথা দেন, জিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে সুরজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে তিনি কোনওরকম আপত্তিকর মন্তব্য করবেন না বা বিবৃতি দেবেন না। সেই প্রতিশ্রুতিভঙ্গ করে বারবার একই কাজ করে চলেছেন তিনি। তাই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা সংক্রান্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন তাঁরা।
আদিত্য পাঞ্চোলি ও জারিনা ওয়াহাবের ছেলে সুরজ জিয়া খানকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত। ২০১৪ সালে আদিত্য ও জারিনা জিয়ার মা রাবিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। অভিযোগ করেন, নিজের টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে রাবিয়া ক্রমাগত তাঁদের উদ্দেশে কুমন্তব্য করে চলেছেন।
৩ ফেব্রুয়ারির মধ্যে রাবিয়াকে হাইকোর্টের নোটিশের জবাব দিতে হবে।
২০১৩-র ৩ জুন মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে জিয়া খানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অভিযোগ ওঠে, তাঁর বয়ফ্রেন্ড সুরজ পাঞ্চোলি তাঁকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। সুরজ আপাতত জামিনে মুক্ত, ছবিও করছেন তিনি। সেশনস কোর্ট এখনও কোনও চার্জ গঠন করেনি তাঁর বিরুদ্ধে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
আদালত অবমাননার মামলায় জিয়া খানের মায়ের জবাব চাইল হাইকোর্ট
ABP Ananda, Web Desk
Updated at:
27 Jan 2017 06:52 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -