সিডনি: অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে মন্থর ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলি। একইসঙ্গে তাঁর ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাকিস্তানের অন্য খেলোয়াড়দের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হয়েছে।
আইসিসি-র পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে ২ ওভার কম বল করে পাকিস্তান। আদর্শ আচরণবিধি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে সব ওভার শেষ করতে না পারলে সংশ্লিষ্ট দলের সাধারণ ক্রিকেটারদের ম্যাচ ফি-র ১০ শতাংশ এবং অধিনায়কের ম্যাচ ফি-র ২০ শতাংশ জরিমানা হয়। কিন্তু গত বছরের জানুয়ারির শেষদিকে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচেও নির্দিষ্ট সময়ের মধ্যে সব ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। এক বছরের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনার জন্যই আজহারকে এই সাজা দিয়েছেন ম্যাচ রেফারি জেফ ক্রো।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
মন্থর ওভার রেট, এক ম্যাচ নির্বাসিত আজহার আলি
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jan 2017 04:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -