তবে, বেলভিউ হাসপাতালের দাবি,বর্ষীয়ান অভিনেতার এমআরআই হয়েছে।রিপোর্ট ভাল।
বেলভিউ হাসপাতালের আরও দাবি, বর্ষীয়ান অভিনেতার মূত্রনালিতে সংক্রমণের চিকিৎসা চলছে। তাঁর ফুসফুসের সংক্রমণ আপাতত আটকানো গেছে। ফুসফুসের অবস্থারও সামান্য উন্নতি হয়েছে। অন্যান্য অঙ্গও ঠিকমতো কাজ করছে।
বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের রক্তে অক্সিজেনের মাত্রা ৯৮-৯৯% মধ্যে ঘোরাফেরা করছে।যা স্বাভাবিক। তবে অক্সিজেন সাপোর্ট সিস্টেমে রয়েছেন তিনি। মিনিটে ১০ লিটার অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রস্টেট ক্যান্সারের সমস্যা ফের বেড়েছে। যা চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের!
১৫ সদস্যের মেডিক্যাল বোর্ডের সর্বক্ষণের পর্যবেক্ষণে রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
করোনা আক্রান্ত হওয়ার পর, গত মঙ্গলবার থেকে তিনি বেলভিউ হাসপাতাল ভর্তি রয়েছেন।