নয়াদিল্লি: ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ তৈরির মাধ্যমে পা রাখতে চলেছেন (OTT Debut) পরিচালক সঞ্জয় লীলা ভনশালী (Sanjay Leela Bhansali)। নেটফ্লিক্সে (Netflix) তাঁর পরিচালিত সিরিজ 'হীরামাণ্ডি' মুক্তি পাবে ১ মে। অপেক্ষায় সকল দর্শক। তার আগে ঘোষণা করা হল সিরিজের ট্রেলার মুক্তির তারিখ (Heeramandi Trailer)।
কবে মুক্তি পাবে 'হীরামাণ্ডি'? ঘোষণা করা হল নির্মাতাদের তরফে
১ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে 'হীরামাণ্ডি'। বিশাল বড় তারকা কাস্ট নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ। একদিকে যেমন মণিষা কৈরালা, অদিতি রাও হায়দরি, সোনাক্ষী সিন্হা, রিচা চাড্ডা, শার্মিন সায়গল, সঞ্জিদা শেখের মতো তাবড় অভিনেত্রীরা রয়েছেন, তেমনই অপর দিকে রয়েছেন ফরদিন খান, অধ্যয়ন সুমন, শেখর সুমনের মতো অভিনেতারা। প্রথম লুক ও গানের ঝলক মন জয় করেছে দর্শকের। এবার অপেক্ষা ট্রেলারের। নির্মাতাদের তরফে আজ ঘোষণা করা হয়, আগামীকাল, ৯ এপ্রিল মুক্তি পাবে সিরিজের ট্রেলার।
সিরিজের মূল প্রেক্ষাপট প্রকাশ্যে এলেও বিস্তারিত কিছুই জানানো হয়নি। তবে প্রকাশ্যে আসা একাধিক চরিত্রের লুক বলে দিচ্ছে যে ছবির গল্প স্বাধীনতা-পূর্ব ভারতের সময়কালে তৈরি। সঞ্জয় লীলা ভনশালী তাঁর দুর্দান্ত দৃশ্যায়ন ও নিখুঁত, সূক্ষ গল্প বলার ধরনের জন্য খ্যাত। ফলে তাঁর সিরিজ দেখে দর্শক যে ফেলে আসা এক সময়কালে ফিরে যাবে, এবং ক্ষমতার লড়াই, প্রেম কাহিনি, স্বাধীনতালাভের জন্য সংগ্রামের মায়াজালে বাঁধা পড়বেন, তা আশা করাই যায়।
আগামীকাল সিরিজের ট্রেলার প্রকাশের মাধ্যমে অনুরাগীরা আশায় রয়েছেন যে 'হীরামাণ্ডি'র দুনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন তাঁরা। এখনও পর্যন্ত যা ঝলক মিলেছে তাতে ভিস্যুয়াল প্রোডাকশন যে দুর্দান্ত হবে তা বেশ স্পষ্ট। প্রত্যেক পরতে সঞ্জয় লীলা ভনশালীর চেনা শৈলীর ছাপ মিলবে।
আরও পড়ুন: Dhanush-Aishwaryaa: ঘোষণার ২ বছর পর আদালতের দ্বারস্থ, বিবাহবিচ্ছেদের মামলা দায়ের ধনুশ-ঐশ্বর্যার
উল্লেখ্য গত শনিবার ভনশালী প্রোডাকশনের তরফে সিরিজের একাধিক নতুন পোস্টার প্রকাশ্যে এসেছে যার মাধ্যমে বাকি কাস্টের সঙ্গে পরিচয় করানো হয় দর্শকের। ফরদিন খান এই সিরিজের হাত ধরে ১৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করতে চলেছেন। পোস্টারে তাঁকে রাজকীয় বেশে দেখা যায়, সামনে এক ট্রে ভরতি গয়না। ক্যাপশনে লেখা, 'প্রেম এবং কর্তব্যের ঘূর্ণিঝড়ের লড়াইয়ে আটকে পড়ে, ওয়ালি মহম্মদ তাঁর রাজকীয় দায়িত্বের সঙ্গে তাঁর হৃদয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার চেষ্টায়।' উল্লেখ করা হয় ওয়ালি মহম্মদের চরিত্রেই ফিরছেন ফরদিন খান।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।