নয়াদিল্লি: বিস্ফোরক 'কে হেমা কমিটি রিপোর্ট' (K. Hema Committee Report) প্রকাশ্যে আসার পর এবার পদক্ষেপ নিল কেরল সরকার। তৈরি হল ৭ পুলিশ অফিসারের এক বিশেষ দল। মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Malayalam film industry) মহিলাদের ওপর যে অত্যাচারের অভিযোগ উঠে এসেছে দীর্ঘ রিপোর্টে তার তদন্ত করবে এই বিশেষ দল। 


মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে 'হেনস্থা'র শিকার মহিলা কর্মীরা, হস্তক্ষেপ সরকারের


রবিবার কেরলের মুখ্যমন্ত্রীর কার্যালয় (সিএমও) থেকে একটি সরকারি বিবৃতি অনুসারে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Chief Minister Pinarayi Vijayan) দ্বারা আহ্বান করা একটি উচ্চ-পর্যায়ের বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৭ সদস্যের একটি পুলিশের তদন্তকারী দল তৈরির। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে কর্মরত বেশ কয়েকজন মহিলার সাম্প্রতিক সাক্ষাত্কার এবং বিবৃতির ভিত্তিতে, তাঁরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন তার বিশদ বিবরণ পেয়ে, মুখ্যমন্ত্রী আজ সিনিয়র পুলিশ আধিকারিকদের একটি বৈঠক ডেকেছেন। এই অভিযোগ ও দাবিগুলি খতিয়ে দেখতে আইজিপি জি স্পার্ঞ্জন কুমারের নেতৃত্বে একটি বিশেষ তদন্ত দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'


এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন চারজন মহিলা আইপিএস কর্মী। ক্রাইম ব্রাঞ্চ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, এইচ ভেঙ্কটেশের তত্ত্বাবধানে কাজ করবে এই টিম। এছাড়াও দলে রয়েছেন ডেপুটি ইনস্পেক্টর জেনারেল এস অজিতা বেগম, ক্রাইম ব্রাঞ্চ হেডকোয়ার্টার্স সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ মেরিন জোসেফ, কোস্টাল পুলিশ অ্যাসিস্ট্যান্ট ইনস্পেক্টর জেনারেল পুংকুজালি, কেরল পুলিশ অ্যাকাডেমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ঐশ্বর্যা ডোংরে, এআইজি অজিত ভি ও ক্রাইম ব্রাঞ্চ এসপি এ মধুসুদন।


 



আরও পড়ুন: Justin Bieber: জাস্টিন-হেইলির কোলে এল পুত্র সন্তান, নাম রাখলেন পরিবারের ঐতিহ্য বজায় রেখে


২০১৭ সালে নির্যাতিতা অভিনেত্রীর ঘটনার পর কেরল সরকার যে হেমা কমিটি গঠন করে, তাদের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই এই তৎপরতা। মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে মহিলাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, তার ওপর তৈরি একটি রিপোর্ট কেরল সরকারের কাছে জমা দেওয়া হয় বছর ৫ আগে। গত সোমবার সেই কে. হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসে। যা দেখে রীতিমতো শিহরিত হয়ে যান সকলে। সমীক্ষার রিপোর্টে উল্লেখ রয়েছে যৌন শোষণ, বেআইনি নিষেধাজ্ঞা, বৈষম্য, মাদক ও অ্যালকোহলের অপব্যবহার, পারিশ্রমিকে বৈষম্য এবং কিছু ক্ষেত্রে অমানবিক কাজের পরিবেশের সাংঘাতিক বিবরণ। একাধিক সাক্ষী এবং অভিযুক্তদের নাম সংশোধন করার পরে প্রকাশিত ২৩৫ পৃষ্ঠার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে মলয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রি নির্দিষ্ট কিছু পুরুষ প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের 'আওতা'য় রয়েছে, যাঁদের একজন বিশিষ্ট অভিনেতা "মাফিয়া" হিসাবেও উল্লেখ করেছেন। কারণ তাঁরা নাকি ইন্ডাস্ট্রি থেকে যে কোনও কাউকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।