কলকাতা: তুলনামূলক সুস্থ, হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। গত ১ সপ্তাহ দরে, বিভিন্ন সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার, অভিনেতার অবস্থা গুরুতর হওয়ায়, ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেই সময়ে অনেকে মনে করেছিলেন, অভিনেতার স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা বেড়েছে। তবে পরিবারের তরফে জানানো হয়েছিল, আসলে তা নয়। বর্ষীয়ান অভিনেতার বয়সের কথা মাথায় রেখেই তাঁকে ভেন্টিলেশনে স্থানাস্তরিত করা হয়েছে। কোনও বিশেষ জটিলতা তৈরি হয়নি। 

Continues below advertisement

এরপরে, বুধবার বাড়ি ফিরে আসেন ধর্মেন্দ্র। জানা গিয়েছে, অভিনেতা এখনও পুরোপুরি সুস্থ নন। বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে, চলবে চিকিৎসাও। বারে বারেই ধর্মেন্দ্রর চিকিৎসা নিয়ে মুখ খুলেছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্র যখন হাসপাতালে ভর্তি রয়েছেন, তখনও হেমা মালিনী জানিয়েছিলেন, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। এরপরে, ধর্মেন্দ্র যখন ভেন্টিলশনেও ছিলেন, তখনও হেমা মালিনী জানিয়েছিলেন, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় রাগে ফেটে পড়েছিলেন হেমা মালিনী। ধর্মেন্দ্র হাসপাতাল থেকে ফেরার পরেও, স্বামীর স্বাস্থ্য নিয়ে মুখ খুললেন হেমা মালিনী। 

তিনি বলেন, 'ধর্মেন্দ্রর অসুস্থতার সময়টা আমাদের জন্য খুব একটা সহজ ছিল না। ওঁর স্বাস্থ্য নিয়ে ভীষ চিন্তায় ছিলাম আমরা। ওর সমস্ত সন্তান নির্ঘুম রাত কাটিয়েছে। আমার দুর্বল হওয়ার কোনও জায়গাই ছিল না। আমার ওপর প্রচুর দায়িত্ব ছিল। আমি খুব খুশি যে ধর্মেন্দ্র সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। ও যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, তাতে আমরা সবাই শান্তি পেয়েছি। ওর এবার খালি মানুষের ভালবাসা আর প্রার্থনার প্রয়োজন। বাকি সবটাই ঈশ্বরের হাতে।'

Continues below advertisement

মঙ্গলবার সকালে ভুয়ো খবর ছড়িয়ে পড়ে যে, অভিনেতা প্রয়াত হয়েছেন। খবর এতটাই ছড়িয়ে পড়ে যে, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সামনে ভিড় জমে যায়। মোতায়েন করতে হয় পুলিশ। তবে এরপরেই সোশ্যাল মিডিয়ায় ফুঁসে ওঠেন, হেমা, এশা। তাঁরা বলেন, এই ধরণের ভুয়ো খবর রটানো মানে বর্ষীয়ান অভিনেতাকে অপমান করা। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এই ধরনের ভুয়ো খবর রটানো থেকে বিরত থাকার আর্জি জানান তাঁরা। এরপরে, বুধবার, বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র। তাঁকে বাড়ি নিয়ে যেতে হাসপাতালে আসেন পুত্র ববি। অনুরাগীরা প্রত্যাশা করছেন ধর্মেন্দ্র ফের তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন।