কাতার: অস্ট্রেলিয়ার পর উজ়বেকিস্তানের বিরুদ্ধেও হাতে লাগল হতাশাই। উজ়বেকদের (IND vs UZB) কাছে ০-৩ গোলে পরাজিত হতে হল ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team)। একাধিক গোলের সুযোগ তৈরি করেও সুনীল ছেত্রীরা তা কাজে লাগাতে ব্যর্থ। মন্দের ভাল বলতে ভারতীয় দল দ্বিতীয়ার্ধে উজ়বেকিস্তানের আক্রমণকে প্রতিহত করতে সক্ষম হয়। তিন গোলই প্রথমার্ধে হজম করতে হয় ভারতীয় দলকে। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল তেমন বলার মতো আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল। তবে এই ম্যাচের শুরুতেই মেন ইন ব্লু কিন্তু গোলের লক্ষ্যে ঝাঁপায়। তবে ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে ভারতীয় রক্ষণের ভুলের সুযোগ নিয়ে এগিয়ে যায় উজ়বেকিস্তান। আবোজ়বেক ফায়জুল্লায়েভ ম্যাচের পঞ্চম মিনিটে তাঁর দলকে এগিয়ে দেন। ম্যাচের দ্বিতীয় গোলটিও আসে ভারতীয় দলের রক্ষণের ভুলেই। রাহুল ভেকে মাঝমাঠের কাছে বল হারান। সেই সুযোগেই ২০তম মিনিটে ইগর সার্জিভ উজ়বেকদের হয়ে ম্যাচের স্কোরলাইন দ্বিগুণ করেন।


দুই গোলে পিছিয়ে পড়ার পর ভারত তেড়েফুড়ে আক্রমণে যায়। গোলের এক বড় সুযোগও চলে এসেছিল ভারতের কাছে। ২২তম মিনিটে উজ়বেক গোলরক্ষক ঠিকভাবে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। বল চলে আসে অনিরুদ্ধ থাপার পায়ে। তবে দুর্ভাগ্যবশত তাঁর নিখুঁত পাস থেকে ট্যাপ ইন করার জন্য গোলে কোনও ভারতীয় ফুটবলার উপস্থিত ছিলেন না। ম্যাচের ৪৪ মিনিটে এক ডেড বল থেকে ফের এক সুযোগ আসে ভারতের দখলে। এবারও উজ়বেকিস্তানের গোলরক্ষক বল ক্লিয়ার করতে ব্যর্থ হন। বক্সের বাইরে থেকে জোরাল শটে অনিরুদ্ধ থাপা গোলের চেষ্টা করেও ব্যর্থ হন। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই শেরজ়োদ উজ়বেকদের হয়ে তৃতীয় গোলটি করেন।


৩-০ গোলে পিছিয়ে দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতেই ভারতীয় দল গোলের সুযোগ পায়। পোস্টেও বল লাগে কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হয় ভারত। ম্যাচের সময় যত গড়ায় ততই ভারতীয় দলের আক্রমণ ফিঁকে হতে থাকে। তবে প্রথমার্ধে রক্ষণে ভুল করলেও, দ্বিতীয়ার্ধে তেমনটা করেনি ভারত। ৯০ মিনিটের পর ম্যাচ ৩-০ স্কোরলাইনেই শেষ হয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন: প্রথম সেট জিতেও হারতে হল ম্যাচ, অস্ট্রেলিয়ান ওপেনে নাগালের স্বপ্নের দৌড় শেষ