Hema Malini: সোমবার সন্ধ্যায় মহাকুম্ভে গিয়ে পৌঁছান প্রবীণ অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী। সেখানে গিয়েই তিনি জুনাপীঠাদ্বিশ্বর মহামণ্ডলেশ্বর আচার্য স্বামী অবধেশানন্দ গিরি মহারাজের সঙ্গে দেখা করেন। প্রভুপ্রেমী সংঘ কুম্ভ ক্যাম্পে গিয়েছিলেন হেমা মালিনী (Hema Malini), বুধবার সকালে পবিত্র স্নানেও অংশ নেন। তারপর এই বড় দুর্ঘটনা (Maha Kumbh Stampede)। এই পদপিষ্টের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। কী জানালেন ?


মহাকুম্ভে দুর্ঘটনায় কী বার্তা হেমা মালিনীর


মহাকুম্ভের উৎসবের পরিবেশ নিমেষে হাহাকারে রূপ নিল। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, মৃত্যু হয়েছে ১৫ জনের। আজ বুধবার মৌনী অমাবস্যার পুণ্যতিথিতে এত বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে জেনেও কেন ব্যবস্থাপনা নেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন উঠছে। এই ঘটনাতেই বিজেপি সাংসদ হেমা মালিনী বলেন, 'এখানে প্রচুর লোকের ভিড়। একসঙ্গে অনেক লোক এখানে ভিড় করে না আসাই উচিত। তবে এই ঘটনা খুবই হতাশাজনক, আমরা এর জন্য দুঃখিত। কিন্তু এরপরেও বলব আমরা ভালভাবেই সবকিছু পরিচালনা করছি।' এই পদপিষ্ট হওয়ার ঘটনায় শাহী যাত্রা স্থগিত হয়ে গিয়েছে এবং সেই যাত্রায় অংশ না নিতে পারার জন্য হতাশাও প্রকাশ করেছেন বিজেপি সাংসদ হেমা মালিনী।


অমৃত স্নানে ছিলেন হেমা মালিনী


এর আগে মৌনী অমাবস্যার পবিত্র তিথিতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিয়ে অমৃত স্নান করেছেন হেমা মালিনী। এই অমৃত স্নানের সুযোগ পাওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি সংবাদমাধ্যমে আজ সকালে জানান, 'আজ সকালে আমি এখানে স্নানের সুযোগ পেয়েছি। এটা আমার সৌভাগ্য। খুব সুন্দর একটা মুহূর্ত, এত কোটি কোটি মানুষ এখানে এসেছেন, আমিও তাদের মাঝে জায়গা করে নিতে পেরেছি স্নানের জন্য। এর জন্য ধন্যবাদ'।


হঠাৎ কী ঘটল মহাকুম্ভে


অত্যধিক ভক্ত সমাবেশ হওয়ার কারণে আজ বুধবার হঠাৎ পদপিষ্টের ঘটনা ঘটে মহাকুম্ভে। এর ফলে এখনও পর্যন্ত পাওয়া খবরে ১৫ জনের মৃত্যু হয়েছে, কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। বাকি ১০০ জনেরও বেশি আহতের খবর পাওয়া গিয়েছে। এই বিশৃঙ্খলার কারণে আখড়াগুলি মৌনী অমাবস্যায় অমৃত স্নান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও মেলা প্রাঙ্গণের মধ্যে এবং সঙ্গমের অন্যান্য ঘাটে ডুব দিচ্ছেন। এই বছর ত্রিবেণী যোগের কারণে আরও বহু সংখ্যক ভক্তের কাছে এটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ১৪৪ বছর পরে এসেছে এই বিশেষ যোগ।


আরও পড়ুন: Mahakumbh Stampede Situation: মহাকুম্ভ জুড়ে হাহাকার, পদপিষ্ট হয়ে ১৫ জনের মৃত্যুর আশঙ্কা, প্রশ্ন ব্যবস্থাপনা নিয়েও