কলকাতা: ধর্মেন্দ্র এবং হেমা মালিনীর প্রেম-বিয়ে বলিউডে কম চর্চিত বিষয় নয়। তাঁদের সম্পর্কের কথা আজও মানুষের মুখে মুখে ফেরে। তাঁদের সন্তান এশা দেওলও বলিউডের পরিচিত অভিনেত্রী। তবে এবার এই সেলিব্রিটি দম্পতির সম্পর্কে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। সম্প্রতি হেমা মালিনীর একটি পুরনো টক শোয়ের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ধর্মেন্দ্র ও হেমার সন্তান এশার জন্মের কথা উঠে আসছে। 


'জিনা ইসি কা নাম হ্যায়' নামক টক শোয়ের একটি এপিসোডে উপস্থিত হমা মালিনী ও তাঁর বন্ধু নীতু কোহলি। সেইদিনয়েছিলেন হে ১৯৮১ সালে এশা জন্মের প্রসঙ্গে টেনে আনেন নীতু। তিনি জানান, ' এশা জন্মানোর আগে মা মালিনীর মা হওয়ার কথা কেউ জানত না, তাই ধর্মেন্দ্র গোটা হাসপাতাল বুক করে রেখেছিলেন। সেই হাসপাতালের ১০০টি ঘর ছিল। আর এই তথ্য়টি সেইসময়ই কেউহেই জানত না।'


আরও পড়ুন...


বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?


নীতু কোহলির এই ভিডিওতে আরও দেখা যাচ্ছে এই তথ্য় শেয়ার করার সময় হেমা মালিনী তাতে সম্মতিসূচক হ্য়াঁ জানান, ও দর্শকাসনে বসে থাকা এশার মুখও হাসিতে ভরে ওঠে। তবে এই তথ্য় অনেকেই ভাল ভাবে নেননি।


অনেকেই ধর্মেন্দ্রর এই কাজের নিন্দা করেছেন। কেউ লিখেছেন, “এটা করে কী লাভ ছিল? অন্যদের জন্য অপরিহার্য পরিষেবা সীমিত করা, সত্যিই ঘৃণ্য”।  তো কেউ লিখেছেন, "মানুষ কেন হাততালি দিয়ে এই কাজকে বাহবা জানাচ্ছেন।" আরও অনেকে একই রকম প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, " হাসপাতালের সম্পদগুলির অন্য়ায় অপচয় হয়েছে"।


উল্লেখ্য়, ধর্মেন্দ্র এবং হেমা একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন। যার মধ্যে অন্য়তম, 'শোলে', 'শরাফত', 'ড্রিম গার্ল', 'শোলে', 'সীতা অর গীতা', 'আলিবাবা অর ৪০ চোর' ও একাধিক ছবি। অনেকেই বলেন,  এই দুজন 


তবে হেমা মালিনী ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী। তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তাঁর ১৯৭০ সালে তাঁদের ছবি 'তুম হাসিন ম্যায় জওয়ান'-এর শুটিংয়ের সময় ডেটিং শুরু করেছিলেন এবং পরে ১৯৮০ সালে বিয়ে করেন।চার সন্তান ছিল, সানি দেওল এবং ববি দেওল এবং কন্যা বিজয়া এবং অজিতা দেওল।


প্রসঙ্গত, ধর্মেন্দ্র তাঁর আসন্ন ছবি রকি অর রানি কি প্রেম কাহানি দিয়ে আবারও রূপোলি পর্দায় প্রত্যাবর্তন করছেন, যেখানে আলিয়া ভাট এবং রণবীর সিং প্রধান ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৮ জুলাই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial