আমদাবাদ: ৫ অক্টোবর থেকে ভারতে ৫০ ওভারের বিশ্বকাপের (ICC WC 2023) আসর বসতে চলেছে। এই প্রথম এদেশেই গোটা বিশ্বকাপটা আয়োজিত হবে। আন্তর্জাতিক স্তরের এই টুর্নামেন্টের জন্য হোটেলের চাহিদা তুঙ্গে। দিনকয়েক আগেই শোনা গিয়েছিল বিশ্বকাপে ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচকে কেন্দ্র করে হোটেলের চাহিদা তুঙ্গে থাকায় সাধারণ সময়ের থেকে প্রায় ২০ গুণ অধিক দামে হোটেল বুক করা হচ্ছে। এবার হোটেল সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ নেওয়া হল ভারতের সবথেকে বড় হসপিটালিটি সংস্থার তরফে।

Continues below advertisement

অনেক সমর্থকরাই এই অত্যাধিক দামের কারণে হোটেল বুক করতে পারছেন বলে অভিযোগ জানিয়েছিলেন। এবার সেই অভিযোগের পরেই সমস্যা সমধানে উদ্যত হল হসপিটালিটি সংস্থা OYO। ওই সংস্থার তরফে তাঁদের মুখপাত্র নিশ্চিত করেন যে বিশ্বকাপের সময়কালে সকলকে সাধ্যের মধ্যে ভাল থাকার ব্যবস্থা করে দেওয়াটাই তাঁদের উদ্দেশ্য। যেসব শহরগুলিতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে, সেইসব শহরগুলিতেই মোট ৫০০টি হোটেল গড়ে তুলবে OYO।

সংস্থার মুখপাত্র বলেন, 'OYO আয়োজক শহরগুলিতে তিন মাসের মধ্যেই আরও ৫০০টি হোটেল যোগ করবে যাতে বিশ্বকাপের সময়কালে কারুর অসুবিধা না হয়। আমরা নিশ্চিত করতে চাই যে যেইসব সমর্থকরা দূর দূরান্ত থেকে নিজেদের দলকে সমর্থন করতে আসবেন, তারা যেন সাধ্যের মধ্যে ভাল জায়গায় থাকার সুযোগ পান।' অবশ্য OYO একা নয়, আরেক সংস্থা মেক মাই ট্রিপও এই হোটেল সংক্রান্ত বিষয় নিয়ে নিজেদের বক্তব্য পেশ করেছে।

Continues below advertisement

সংস্থার প্রধান বিজনেস অফিসার পরিক্ষীত চৌধুরি বলেন, 'দেশের নির্দিষ্ট কিছু শহরে অক্টোবর-নভেম্বর মাসে হোমস্টে খোঁজার চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে বলে আমরা লক্ষ্য করেছি। এইটা খুবই ভাল বিষয়। এটা প্রমাণ করে যে ক্রিকেট অনুরাগীরা থাকার জন্য হোমস্টেকে বাছাই করতে নিতে বেশি করে আগ্রহী হচ্ছেন। অক্টোবর, নভেম্বর মাসে ক্রিকেট সেন্টারগুলির (বিশ্বকাপ আয়োজক শহর) অনেক জায়গাতেই প্রচুর হোমস্টে এখনও সাধ্যমতো দামেই ফাঁকা রয়েছে।' 

প্রসঙ্গত, বিশ্বকাপ শুরু হতে এখনও দেরি থাকলেও, বিশ্বকাপ ট্রফি ট্যুর কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই ট্যুরের অন্তর্গতই গতকাল কলকাতায় বিশ্বকাপ ট্রফি চলে এসেছিল। সেই ট্রফিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন কিংবদন্তি ক্রিকেটার ঝুলন গোস্বামী। তিনি আসন্ন বিশ্বকাপে ভারতীয় দলের পাশে থাকার অনুরোধও করেন।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: দাঁতের স্বাস্থ্য অবহেলা করছেন ? জানেন বাড়াচ্ছেন অ্য়ালঝাইমারের ঝুঁকি?