মুম্বই: আজ জন্মদিন বলিউডের অন্যতম হিট ছবির পরিচালক রমেশ সিপ্পির (Ramesh Sippi)। 'শোলে' (Sholey) এবং আরও বেশ কিছু জনপ্রিয় ছবির পরিচালনা করেছেন তিনি। আজ রমেশ সিপ্পির জন্মদিনে বিশেষ ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানালেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী (Hema Malini)।
আরও পড়ুন - Pushpa Film Update: 'পুষ্পা'র হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের কন্ঠস্বর কোন বলিউড নায়কের?
এদিন নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে হেমা মালিনী বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে তাঁকে পরিচালক রমেশ সিপ্পির সঙ্গে বিভিন্ন সিনেমার শ্যুটিংয়ের সেটে দেখা যাচ্ছে। ছবি শেয়ার করে রমেশ সিপ্পির উদ্দেশে হেমা মালিনী লিখেছেন, 'আমার অত্যন্ত প্রিয় বন্ধু, সহকর্মী এবং বলিউডে আমার জার্নির সফরসঙ্গী রমেশ সিপ্পির আজ জন্মদিন। তাঁর জন্মদিনে তাঁর জন্য অনেক অনেক শুভকামনা, সুস্বাস্থ্য এবং তাঁর জন্য সুন্দর ভবিষ্যতের কামনা করি। আমার বেশিরভাগ সফল ছবিরই পরিচালক তুমি। ধন্যবাদ। ঈশ্বর তোমার মঙ্গল করুন।'
প্রসঙ্গত, পরিচালক রমেশ সিপ্পির জন্ম ১৯৪৭ সালের ২৩ জানুয়ারি। তাঁর বাবা ছিলেন প্রয়াত প্রযোজক জি পি সিপ্পি। কেরিয়ারের একেবারে শুরুর দিকে রমেশ সিপ্পি তাঁর বাবার প্রযোজনাতেও বেশ কিছু ছবি পরিচালনা করেন। সেই ছবিগুলির মধ্যে 'জোহর- মেহমুদ ইন গোয়া', 'মেরে সনম' প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি হেমা মালিনীর সঙ্গে 'আন্দাজ', 'সীতা অউর গীতা' ছবিতে কাজ করেন। যদিও সমস্ত ছবিকে ছাপিয়ে যায় 'শোলে'। এখনও বলা হয় বলিউডের একশো বছরেরও বেশি সিনেমার ইতিহাসে আজও সবথেকে জনপ্রিয় এবং সফল ছবি 'শোলে'। এই ছবিতে হেমা মালিনীর 'বাসন্তী' চরিত্রটি আজও একইরকমভাবে জনপ্রিয় দর্শকের কাছে। একসঙ্গে বহু ছবিতে কাজ করতে করতে রমেশ সিপ্পির সঙ্গে খুব ভালো সম্পর্কও গড়ে ওঠে হেমা মালিনীর। অভিনেত্রী এবং রাজনীতিবিদ হেমা মালিনীর আজকের দিনেও এমন পোস্ট পরিচালক এবং অভিনেত্রীর একে অপরের প্রতি সৌজন্য এবং সম্মানের দৃষ্টান্ত স্থাপন করে।