মুম্বই:মাত্র কিছুদিন আগেই মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা আল্লু অর্জুনের (Allu Arjun) ছবি 'পুষ্পা দ্য রাইজ' (Pushpa The Rise)। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিসে কার্যত ঝড় তুলেছে এই ছবি। খুব অল্প সময়ের মধ্যেই একশো কোটির ব্যবসা করে ফেলেছিল এই ছবি। গত ১৪ জানুয়ারি থেকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে হিন্দিতে দেখা যাচ্ছে ব্লকবাস্টার হিট এই ছবি।
'পুষ্পা দ্য রাইজ' ছবিটি হিন্দি ভার্সনে দেখা যাওয়ার পর থেকে উচ্ছ্বসিত হিন্দিভাষী দর্শকেরা। কিন্তু জানেন কি 'পুষ্পা দ্য রাইজ' ছবির হিন্দি ভার্সনে পর্দার আল্লু অর্জুনের জন্য কন্ঠস্বর দিয়েছেন কোন বলিউড তারকা?
শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade)। 'গোলমাল' খ্যাত এই বলিউড অভিনেতাই 'পুষ্পা দ্য রাইজ' ছবির হিন্দি ভার্সনে আল্লু অর্জুনের জন্য ভয়েসওভার দিয়েছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রেয়স। ভিডিওতে দেখা যাচ্ছে স্টুডিওতে আল্লু অর্জুনের ছবির বিভিন্ন দৃশ্য়ের জন্য ডাবিং করছেন তিনি। ভিডিও শেয়ার করে সেখানে তিনি লিখেছেন, 'সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। 'পুষ্পা'র হিন্দি ভার্সনে আমার কন্ঠস্বর যে এত জনপ্রিয়তা অর্জন করবে ভাবিনি। সকলের ভালোবাসা দারুণ লাগছে। আল্লু অর্জুন সব রেকর্ড ভেঙে দিয়েছো। 'পুষ্পা' ঝুঁকেগা নেহি, রুকেগা নেহি।' ভিডিওতেও দেখা যাচ্ছে, শ্রেয়স পর্দার আল্লু অর্জুনের জন্য ওই জনপ্রিয় ডায়লগটি বলছেন। 'পুষ্পা পুষ্পারাজ... ম্যায় ঝুঁকেগা নেহি...'
আরও পড়ুন - Raina on Pushpa Dance: ডেভিড ওয়ার্নারের পর সুরেশ রায়নার ভাইরাল ডান্স 'পুষ্পা'র গানের তালে
একটি সাক্ষাৎকারে বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে বলেন, 'একজন অভিনেতা হিসেবে সবথেকে ভালো লাগে তখন যখন তাঁর কাজ প্রশংসা পায়। এক্ষেত্রে নিজেকে ধন্য মনে করছি। সত্যি কথা বলতে কি আমি তো তেমন বেশি ডাবিং করি না। 'পুষ্পা'র আগে মাত্র একটি ছবিতেই ডাবিং করেছিলাম। সেটা ছিল 'দ্য লায়ন কিং'। বক্স অফিসে 'লায়ন কিং' ছবিটিও দারুণ সফল হয়েছিল। আর আল্লু অর্জুনের ক্ষেত্রে বলতে পারি, যেকোনও অভিনেতাই চাইবেন 'পুষ্পা'র মতো একটি চরিত্রে অভিনয় করতে। এবং ওই সমস্ত ডায়লগ পর্দায় বলতে। আমি তো ছবিটায় অভিনয় করতে পারিনি। কিন্তু আমার কন্ঠস্বরের মধ্যে দিয়ে দর্শকদের কাছে পৌঁছতে পেরেছি। ভালো লাগছে।' প্রসঙ্গত, এর আগে আল্লু অর্জুনও শ্রেয়সের প্রতি নিজের কৃতজ্ঞতা জানিয়েছিলেন এই ছবিতে তাঁর হয়ে হিন্দিতে কন্ঠস্বর দেওয়ার জন্য।
পরিচালক সুকুমারের 'পুষ্পা দ্য রাইজ' ২০২১ সালের সবথেকে বেশি ব্যবসা করা ভারতীয় ছবি হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়া, তেলুগু ছবির ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে বেশি ব্যবসা করা ছবি এটি। প্রথম দিন থেকেই ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়। প্রথম পাঁচ দিনের মধ্যেই ছবিটি একশো কোটির ক্লাবে পৌঁছে যায়। ইতিমধ্যেই এই ছবি তিনশো কোটির বেশি টাকার ব্যবসা করে ফেলেছে। 'পুষ্পা দ্য রাইজ' ছবিটি অভিনেত্রী রশ্মিকা মন্দানার কেরিয়ারের অন্যতম হিট ছবি।