কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এলেন অভিনেতা-রাজনীতিবিদ হেমা মালিনী। সম্প্রতি গন্তব্য়ে পৌঁছতে নিজের গাড়ি ছেড়ে মেট্রোতে উঠে পড়লেন অভিনেত্রী। নিজের যাত্রা সম্পর্কে অনুরাগীদের জানাতেও ভোলেননি তিনি। ট্যুইটারে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও পোস্ট করেছেন তিনি। হেমা জানান, গাড়িতে করে মুম্বাইয়ের শহরতলির দহিসার পৌঁছতে তাঁর দুই ঘন্টা সময় লেগেছিল। কিন্তু তাড়া থাকার জন্য, তিনি মেট্রোতে যাওয়ার সিদ্ধান্ত নেন ও সময়ের মধ্য়েই গন্তব্যে পৌঁছে যান। শুধু তাই নয়, মেট্রো থেকে নেমে তাঁকে অটো ধরতেও দেখা যায়। সেই ভিডিও তিনি পোস্ট করেন সোশ্য়াল মিডিয়ায়।



তিনি যে ছবি গুলো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে, পিচ রঙের টপ পরে আছেন, সঙ্গে সাদা ট্রাউজার্স। সঙ্গে বাদামী জুতো। এদিন ভক্তদের আব্দার মিটিয়ে একাধিক সেলফিও তোলেন অভিনেত্রী।


আরও পড়ুন...


নতুন গাড়ির জন্য বিশেষ নম্বরপ্লেট বানিয়েছেন সলমন, সেখানে লুকনো বিশেষ বার্তা!


প্রসঙ্গত, ১৯৬৩ সালে তামিল ছবি 'ইন্দু সাথিয়াম' ছবির হাত ধরে সিনেমার পর্দায় যাত্রা শুরু হেমার। এরপর ১৯৬৮ সালে প্রথম মুখ্যভূমিকায় অভিনয় করার সুযোগ পান হেমা। ছবির নাম ছিল 'স্বপ্নো কা সওদাগর'। এরপর একাধিক হিন্দি ছবিতে কাজ করার সুযোগ পান হেমা। সুযোগ পান মুখ্যচরিত্রেও। সেইসময় বোধহয় তাঁক কাছে সবচেয়ে বড় সুযোগ ছিল ধর্মেন্দ্র (Dharmendra)-র বিপরীতে অভিনয় করা। ছবির নাম ছিল 'তু হাসি ম্যায় জওয়াঁ'। এরপর তাঁদের সম্পর্কের শুরু হয়। ১৯৮০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হল বলিউডের এই জুটি। এর আগেও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ধর্মেন্দ্র। তাঁর দুই সন্তান। সানি দেওল (Sunny Deol) ও ববি দেওল (Bobby Deol)। হেমা ও ধর্মেন্দ্রর দুই মেয়ে ইশা দেওল (Isha Deol)  ও অহনা দেওল (Ahana Deol)।     


১৯৭৭ সালে 'ড্রিম গার্ল' (Dream Girl) ছবিতে অভিনয় করেছিলেন হেমা। ছবির সাফল্যের পর থেকেই হেমার নামের সঙ্গে যেন জুড়ে যায় 'ড্রিম গার্ল' শব্দবন্ধটি। ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজ্যসভায় যোগদান করেন হেমা মালিনী। সরকারের তরফ থেকে 'পদ্মশ্রী' পুরস্কারে সম্মানিত হন অভিনেত্রী।                                   


বিভিন্ন সেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন হেমা। সারা জীবনের জন্য ইসকনের সদস্য তিনি।