মুম্বই: সত্তরের সেই ব্লকবাস্টার ছবি সীতা অউর গীতার সিকোয়েল হচ্ছে। আর তাতে আবার দেখা যাবে সেদিনের সেই ড্রিম গার্লকে।

১৯৭২-এ মুক্তি পায় রমেশ সিপ্পির ওই সুপারহিট ছবি। হেমাই প্রথম ভাবেন, ছবিটির সিকোয়েল করা যেতে পারে। আর এখন পরিচালক সিপ্পিও এ বিষয়ে সিরিয়াস হয়ে উঠেছেন।



গত বছরই হেমা ও রাজকুমার রাওকে নিয়ে সিমলা মির্চ ছবিটি করেছেন সিপ্পি। তিনি বলেছেন, সীতা অউর গীতার পর ৪৫ বছর কেটে গিয়েছে, তাতে হয়েছে কী! হেমাকে নিয়ে শোলে ধরে ৪টি ছবি করেছেন তিনি। এখনও কিছুই পাল্টায়নি। এখনও হেমাই বলিউডের প্রিয়তম অভিনেত্রী- আ রকস্টার।

হেমা জানিয়েছেন, রাশিয়া সফরকালীন তাঁর মাথায় প্রথম সীতা অউর গীতা সিকোয়েলের আইডিয়া আসে। তিনি জানতেন না, ওই ছবির এত ফ্যান আছেন রাশিয়ায়। সেই রুশ ফ্যানেরা তাঁর কাছে সীতা অউর গীতার সিকোয়েল দেখতে চান। তারপরই বিষয়টি তাঁর মাথায় আসে।

সীতা অউর গীতায় নায়িকার চরিত্রে প্রথম নাকি ভাবা হয় মুমতাজকে। কিন্তু ডেট বার করতে পারেননি তিনি। চরিত্রটি করেন হেমা। সিলিংফ্যানে চড়ে বসে থাকার সেই কাল্ট দৃশ্যটি তাঁকে বলিউডে চিরস্থায়ী জায়গা করে দেয়।