স্বাভাবিক ভাবেই যেহেতু হেমা নিজে একজন তারকা, টুইটারাইটরা ধরেই নেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকেই তাঁর নতুন জীবন শুরুর আগে শুভেচ্ছা জানিয়েছেন ড্রিমগার্ল। প্রসঙ্গত বলিউডের বহু তারকাই এখন লুকিয়ে বিয়ে করে নেন। পরে সংবাদমাধ্যমের কাছে সেই খবর প্রকাশ্যে আসে। তাই সকাল সকাল এই টুইট দেখে লোকেরা ধরেই নেন অসংখ্য ভক্তের হৃদয় ভেঙে বিয়ে করতে চলেছেন মিস পাড়ুকোন।
ঘটনার কিছুক্ষণ বাদেই হেমা মালিনী বুঝতে পারেন তিনি কি ভুল করে ফেলেছেন। সঙ্গে সঙ্গেই তিনি দুঃখপ্রকাশ করে ভক্তদের উদ্দেশে বলেন, এই দীপিকা আমাদের সকলের পরিচিত মিস পাড়ুকোন নন। এই দীপিকা হলেন সে, যিনি হেমাকে টুইটারে ফলো করেন।