মুম্বই: কেউ বলছেন, সিগারেট ছোঁবেন না, কেউ বলছেন, পড়াশোনা করবেন মন দিয়ে। নতুন বছর উপলক্ষ্যে নতুন সংকল্প বছর বছরই জন্ম নেয়, কতগুলো শেষ পর্যন্ত রক্ষা হয়, প্রশ্ন সেটাই। বলিউডের 'দেশি গার্ল' প্রিয়ঙ্কা চোপড়াও ঝটপট কয়েকটা রেজলিউশন বা সংকল্প করে ফেলেছেন নতুন বছরের জন্য।
প্রিয়ঙ্কা জানিয়েছেন, তিনি সংকল্প নেনই সেটা ভেঙে ফেলার জন্য। কিন্তু এ বছর সেগুলো রক্ষা করতে চান তিনি। তাঁর সংকল্প হল, নতুন বছরে আরও সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবেন। ছেড়ে দেবেন কফিপান, ভাল করে ঘুমোবেন, নিয়মিত জিমে যাবেন। কোনও সংকল্পই গোটা বছর টেনে চলা সম্ভব নয়, তিনি এখনই জানাচ্ছেন। কিন্তু চেষ্টা করতে দোষ কী।
গোয়ায় নতুন বছর সেলিব্রেট করছেন প্রিয়ঙ্কা। আন্তর্জাতিক আইকন হয়ে গেলেও বছর শুরুর আনন্দটা দেশেই উপভোগ করতে চান তিনি। গোয়ায় বাড়ি রয়েছে তাঁর। তাই মধ্যরাতে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য নিজের বাড়ির উঠোনই যথেষ্ট তাঁর কাছে।
নতুন বছরে কী কী সংকল্প প্রিয়ঙ্কার? দেখে নিন
ABP Ananda, Web Desk
Updated at:
31 Dec 2016 11:49 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -