মুম্বই: তৈমুর আলি খানের নাম নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় এখনও অব্যাহত। বহু মানুষ প্রশ্ন তুলেছেন, কোন সুবাদে একজন নৃশংস গণহত্যাকারীর নামে সেফ আলি খান ও করিনা কপূরের ছেলের নাম রাখা হল। আবার এই প্রসঙ্গে সেফ-করিনার সমর্থকদেরও অভাব নেই। তাঁদের বক্তব্য, বাবা-মা সন্তানের কী নাম রাখবেন, সেটা একান্তই তাঁদের ব্যাপার।

করিনার কাকা ঋষি সেফ-করিনাকে সমর্থন করে টুইটার দুনিয়ার সঙ্গে আগেই একচোট ঝগড়া সেরে নিয়েছেন। এবার সেই ঝগড়ারই প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, জন্টি রোডস যদি তাঁর মেয়ের নাম ইন্ডিয়া রাখতে পারেন, তবে তৈমুর নয় কেন। জন্টি, তাঁর স্ত্রী ও কন্যার ছবি দিয়ে টুইট করেছেন তিনি।




কিন্তু এত ব্যাখ্যাতেও টুইটার জনতা সদয় হয়নি চিন্টু কাকার ওপর। তাদের বক্তব্য, ভারত এক মহান দেশ। তাকে ভালবেসে তার নামে সন্তানের নাম রাখা আর ভারতীয়দেরই এক হত্যাকারীর নামে নাম রাখা নিশ্চয়ই এক কথা নয়।