মুম্বই: ‘ফালতু’, ‘তিস মার খান’ থেকে ‘মুঝসে শাদি করোগে’- নয় নয় করে একসঙ্গে গোটাপাঁচেক ছবি করে ফেলেছেন অক্ষয় কুমার ও সলমন খান। কিন্তু বেশ কয়েক বছর একসঙ্গে ছবি করেননি সুপারহিট এই দুই নায়ক। এবার এঁদের এক মঞ্চে আনছে কর্ণ জোহরের আগামী ছবি। তবে এ বছর নয়, ছবি মুক্তি পাবে ২০১৮-য়। তবে সলমন ছবিটি প্রযোজনা করবেন, অক্ষয় থাকবেন নায়কের চরিত্রে।

এ ব্যাপারে টুইটারে ইতিমধ্যেই ঘোষণা করে ফেলেছেন সলমন। নিজের সঙ্গে অক্ষয় ও কর্ণের ছবিও পোস্ট করেছেন।



একইভাবে খবরটি পোস্ট করেছেন জোহরও।





অক্ষয়ও জানিয়েছেন তাঁর এই নয়া প্রকল্পের কথা।



জানা গেছে, ছবিটি প্রযোজনা করছেন সলমন খান ও কর্ণ জোহর। অনুরাগ সিংহ পরিচালনার দায়িত্বে।