কলকাতা: ওয়ার্ক ফ্রম হোম হোক বা অফিস, করোনা পরিস্থিতিতে জীবনে কমবেশি একঘেয়েমি এসেছে সবারই। বিনোদন বন্দি হয়ে দাঁড়িয়েছে ল্যাপটপ বা মোবাইল ফোনের চৌকো স্ক্রিনে। এই পরিস্থিতিতে এক ধাক্কায় অনেকটাই চাহিদা বেড়ে গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মের। বলিউজের বিগ বাজেট ফিল্ম থেকে শুরু করে বিভিন্ন ওয়েব সিরিজ, এমনকি বিভিন্ন বাংলা ছবিও মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেই। এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মগুলিতে আসছে নতুন কী কী সিনেমা বা ওয়েব সিরিজ? চলুন দেখে নেওয়া যায় এক ঝলকে।


বিঙ্গো হেল (Bingo Hell):  এল স্কট ক্ল্যাডওয়েল ( L. Scott Caldwell), অ্যাড্রিয়ানা বারাজা (Adriana Barraza)  ও জসুয়া সেলেব জনসন (Joshua Caleb Johnson) অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে (Amazon Prime)। আগামী মাসের প্রথম দিনেই, অর্থাৎ ১ অক্টোবর মুক্তি পাবে এই ছবিটি। ছবির পরিচালক গিগি সল গুয়েরেরো (Gigi Saul Guerrero)। ওয়েলকাম ও ব্লুমহাউস (Welcome to the Blumhouse) অ্যান্থ্রোলজির পঞ্চম পর্ব এটি।


সিদ্দাত (Shiddat): রাধিকা মন্দন (Radhika Madan), সানি কৌশল (Sunny Kaushal), মোহিত রায়না (Mohit Raina) ও ডিয়ানা পেন্টি (Diana Penty) অভিনীত এই ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে (Disney+ Hotstar)। আগামী মাসের প্রথম দিনেই, অর্থাৎ ১ অক্টোবর মুক্তি পাবে এই ছবিটি। ছবির পরিচালক কুণাল দেশমুখ (Kunal Deshmukh)। দুই জুটির জীবনেরও ওঠাপড়া নিয়ে সমান্তরালভাবে চলেছে সিদ্দাত ছবির গল্প।


অন্যদিকে, ২০২১ সালের অক্টোবর মাসেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে (Amazon Prime) মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'সর্দার উধম' (Sardar Udham)। বহু প্রতীক্ষিত  এই ছবিটির পরিচালনার দায়িত্ব সামলেছেন সুজিত সরকার। অনেক জল্পনার শেষে জানা যাচ্ছে তিনি বড় পর্দায় ছবিটি মুক্তি পাওয়ানোর বদলে ওটিটি প্ল্যাটফর্মেই প্রিমিয়ার করানোর সিদ্ধান্ত নিয়েছেন। স্বাধীনতা সংগ্রামী উধম সিংহের জীবনী নিয়ে তৈরি ছবিটি দেশের স্বাধীনতা আহরণের জন্য তাঁর আত্মত্যাগের কথা বলবে।