নয়াদিল্লি: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহর কাছে নভেম্বর মাসটা খুবই স্পেশ্যাল। আগামী ১৪ নভেম্বর প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন বলিউডের এই দম্পতি। গত বছর ১৪ ও ১৫ নভেম্বর ইতালিক লেক কম্বোতে মহা সমারোহে বিয়ে হয়েছিল তাঁদের। প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের বিশেষ পরিকল্পনা করেছেন রণবীর ও দীপিকা।
বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি প্রথম বিবাহবার্ষিকীতে প্রথমে তিরুপতি ও পরে অমৃতসরে যাবেন আশীর্বাদ প্রার্থনা করতে। তাঁদের সঙ্গে থাকবে পুরো পরিবার।
দীপিকা ও রণবীরের টিমের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, দীপিকা ও রণবীর একেবারে ব্যক্তিগতভাবে তাঁদের প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন। তাঁরা সপরিবারে প্রথমে তিরুপতি ও সেখান থেকে অমৃতসরে যাবেন। ১৪ নভেম্বর তাঁরা তিরুপতির বালাজি ও পদ্মাবতী মন্দিরে যাবেন এবং ১৫ নভেম্বর অমৃতসরে এসে স্বর্ণমন্দিরে যাবেন। ওই দিনই তাঁরা মুম্বইতে ফিরবেন।
গত বছর চিরাচরিত কোঙ্কনি ও সিন্ধি প্রথা অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে ছিলেন পরিবারের লোকজন ও বন্ধুবান্ধবরা। এরপর তাঁরা বেঙ্গালুরু ও মুম্বইতে দুটি রিসেপশনের আয়োজন করেছিলেন।
এভাবেই প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন দীপিকা ও রণবীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Nov 2019 08:56 PM (IST)
দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহর কাছে নভেম্বর মাসটা খুবই স্পেশ্যাল। আগামী ১৪ নভেম্বর প্রথম বিবাহবার্ষিকী পালন করবেন বলিউডের এই দম্পতি। গত বছর ১৪ ও ১৫ নভেম্বর ইতালিক লেক কম্বোতে মহা সমারোহে বিয়ে হয়েছিল তাঁদের। প্রথম বিবাহবার্ষিকী উদযাপনের বিশেষ পরিকল্পনা করেছেন রণবীর ও দীপিকা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -