ম্যাচের দ্বিতীয় দিন মধ্যাহ্নভোজের আগে আউট হলেন তিনি। কিছুটা অদ্ভূতভাবে। আম্পারিংয়ের ভুলে।
এনএসডব্লু তাদের ইনিংস ৮ উইকেটে ৪৪৪ রানে ডিক্লেয়ার করার পর স্মিথ বলেছেন, টি ২০ খেলার পর এটা লাল বলের ক্রিকেট ফিরে আসা এবং সঠিকভাবে খেলার পথটা খুঁজে বের করা।
স্মিথ বলেছেন, উইকেট বেশ মন্থর ছিল। ইনিংসের বেশিরভাগ সময়ই স্লিপ ছিল না। বৃত্তাকারে ফিল্ডিং ছিল। সারফেসও মন্থর ছিল। স্কোয়ারেও শট খেলা সহজ ছিল না। এই পরিস্থিতিতে ধৈর্য্য ধর বল অনুসারে খেলেছেন তিনি। বিপক্ষের বোলিংটাও বেশ ভালো ছিল এবং সহজে রান করার সুযোগ পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়া এবার পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে।২১ নভেম্বর গাব্বায় প্রথম টেস্ট শুরু হচ্ছে।