মুম্বই: নিক জোনসের সঙ্গে বিয়ের পর এই প্রথম ‘মেট গালা’-এ এলেন প্রিয়ঙ্কা চোপড়া, হাতে হাতে রেখে হাঁটলেন নিক জোনাসের সঙ্গে। ‘মেট গালা’-য় প্রিয়ঙ্কার সেই ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয় নেট দুনিয়ায়। তবে তা স্বামী-স্ত্রীর একসঙ্গে আসার জন্য নয়, চর্চা হয় প্রিয়ঙ্কার অভিনব সাজ নিয়ে। থিমের কথা মাথায় রেখে নিজের পোশাক ও মেক-আপ নিয়ে বেশ পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন 'পিগি চপস'। কিন্তু এই লুক একেবারেই পছন্দ হল না নেটিজেনদের একাংশের। সমালোচনার পাশাপাশি ট্রোলড হতে হয় নায়িকাকে।
একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কার মেট গালা ২০১৯-এর এই লুক নিয়ে মা মধু চোপড়াকে প্রশ্ন করা হলে তিনি বলেন-
‘ছবি দেখেই আমি ওকে ফোন করেছিলাম। ভীষণ সুন্দর আর সবার থেকে আলাদা দেখাচ্ছিল প্রিয়ঙ্কাকে। ডিওর-এর পোশাকে অভিজাত দেখাচ্ছিল ওকে। এত দূর থেকে প্রতিক্রিয়া দেব কী করে, সামনে থাকলে ওকে জড়িয়ে ধরতাম।’ মেয়ের উদ্দেশ্যে চুম্বন ছুঁড়ে দিয়ে মধু বলেন, প্রিয়ঙ্কা অসাধারণ।
নিউ ইয়র্কের ‘মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট’-এ আয়োজন করা হয়েছিল ‘মেট গালা ২০১৯’-র পার্টির। রুপোলি চকমকে গাউনে বেশ নাটকীয় সাজে পার্টিতে এসেছিলেন প্রিয়ঙ্কা। ‘ডিওর’-এর পোশাকে সেজেছিলেন তিনি। রুপোলি রঙে গাউনের নীচের দিকে ছিল রঙিন পালক। চুলের বিশেষ কায়দার সঙ্গে সামঞ্জস্য রেখে মাথায় পরেছিলেন রুপোলি মুকুট। পায়ে পরেছিলেন ক্রিস্টাল টাইটস আর মানানসই রুপোলি স্টিলেটো। চোখের পাতা ও ভুরুতে রুপোলি রঙ করেছিলেন প্রিয়ঙ্কা। মুখে ও মুকুটেও ছিল রুপোলি ঝলকানি। পরেছিলেন গাঢ় রঙের লিপস্টিক। কানে ছিল রুপোলি ও বেগুনি রঙের ঝোলা দুল। কপালের টিপে ছিল ভারতীয় সাজের ছোঁয়া। অনেকে বলেন ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ ছবির ম্যাড হ্যাটারের সাজ অনুকরণ করেছেন প্রিয়ঙ্কা। আবার অনেকের মতে রেড কুইনের মতো সাজার চেষ্টা করেছেন 'দেশী গার্ল'।