দেখুন বিয়ের পর প্রিয়ঙ্কা চোপড়ার প্রথম দীপাবলী পালন
ABP Ananda, Web Desk | 28 Oct 2019 12:00 PM (IST)
ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা, তাতে দেখা যাচ্ছে, তাঁরা পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে দীপাবলী পালন করছেন।
মুম্বই: বাড়ি আলোয় আলোয় সাজিয়ে দীপাবলী উদযাপন করলেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। অনুরাগীদের জানাতে ভোলেননি দীপাবলীর শুভেচ্ছা। ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন প্রিয়ঙ্কা, তাতে দেখা যাচ্ছে, তাঁরা পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে দীপাবলী পালন করছেন। প্রথমে তিনি পোস্ট করেছেন বাড়ির লক্ষ্মী, গণেশপুজোর ছবি। এরপর আরও কয়েকটি ছবি। প্রিয়ঙ্কা-নিক এই মুহূর্তে কাবো সান লুকাসে তাঁদের খামার বাড়িতে ছুটি কাটাচ্ছেন।