সেনা প্রধান বিপিন রাওয়াতকে নিয়ে রাজৌরি শহরের সেনা সদর দফতরে যান প্রধানমন্ত্রী। এর ঠিক কয়েক ঘণ্টাআগেই পাক সেনা রাজৌরির কয়েকটিসেনা ছাউনিতে বোমা বর্ষণ করে, যোগ্য জবাব দেয় ভারতীয় সেনা। সেনা জ্যাকেট পরে প্রধানমন্ত্রী সেনা কর্মীদের মধ্যে পৌঁছন, ছিলেন ঘণ্টাদুয়েক। তাঁদের সঙ্গে আলাপচারিতায় দেশভাগের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন কীভাবে লক্ষ লক্ষ সেনা সাম্প্রদায়িক দাঙ্গার শিকার হন, ঘর হারিয়ে উদ্বাস্তু হতে বাধ্য হন। প্রধানমন্ত্রী বলেন, এরপরেও পাকিস্তানের প্রতি ভারতের কোনও বিদ্বেষ নেই। তবে তারা ষড়যন্ত্র করে কাশ্মীর দখল করার চেষ্টা করে, ভারতীয় সেনারা প্রবল বীরত্বের স্বাক্ষর রেখে আটকে দেন তাদের। কিন্তু আজও তারা কাশ্মীরের কিছুটা অংশ বেআইনিভাবে দখল করে রেখেছে, আজও তা আমাদের যন্ত্রণা দেয়।
জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা সংশোধন নিয়ে ভারত-পাকিস্তান সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি ঘটেছে। বিজেপি নেতারা এরপর একাধিকবার বলেছেন, পাক অধিকৃত কাশ্মীর এবার ফেরত নেওয়া হবে। সেনা প্রধান রাওয়াতও কদিন আগে বলেন, গিলগিট-বালতিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর দখলীকৃত এলাকা। পাকিস্তান বেআইনিভাবে দখল করে রেখেছে।