লন্ডনে চিকিৎসা করাচ্ছেন ইরফান খান, দেখা করে থাকার জন্য বাড়ির চাবি তুলে দিলেন শাহরুখ
Web Desk, ABP Ananda | 23 Jun 2018 05:41 PM (IST)
মুম্বই: নিউরোএনডোক্রিন টিউমারে আক্রান্ত বলিউড অভিনেতা ইরফান খান। এই দূরারোগ্য ব্যধির চিকিৎসা করানোর জন্য তিনি এখন লন্ডনে। তাঁর পাশে দাঁড়িয়েছেন সুপারস্টার শাহরুখ খান। তিনি লন্ডনে যাওয়ার আগে ইরফানের সঙ্গে দেখা করেন। সেখানে থাকতে যাতে কোনওরকম সমস্যা না হয়, তার জন্য সহ-অভিনেতার হাতে নিজের বাড়ির চাবিও তুলে দেন তিনি। এ বছরের মার্চে ট্যুইট করে জটিল রোগে আক্রান্ত হওয়ার কথা জানান ইরফান। তিনি লন্ডনে যাওয়ার আগে বন্ধু শাহরুখের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁর স্ত্রী সুতপা শিকদার শাহরুখকে ফোন করেন। এরপরেই ইরফানের সঙ্গে দেখা করতে যান শাহরুখ। তিনি দু’ঘণ্টা সময় কাটান। এরপর ইরফানের হাতে বাড়ির চাবি তুলে দেন শাহরুখ।