দেখুন, উত্যক্তকারীর মুখোশ জনসমক্ষে কীভাবে উন্মোচিত করলেন শ্রদ্ধা
Web Desk, ABP Ananda | 11 Nov 2016 06:51 PM (IST)
মুম্বই: তারকাদের চারিদিকে সবসময়ই সাধারণ মানুষের ভিড়। তবে ভিড়ের মধ্যে মিশে থাকে কিছু অবাঞ্ছিত লোকও। যাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে ওঠেন তারকারা। কখনও উপহার, কখনও প্রেমের বা বিয়ের প্রস্তাবে বিরক্তি সীমা ছাড়ায়। তা সামলাতে অনেকেই সাহায্য নেন পুলিশের। কিন্তু সেই রাস্তায় না হেঁটে এমনই এক উত্যক্তকারীকে বেশ বিচক্ষণতার সঙ্গে সামলালেন অভিনেত্রী শ্রদ্ধা কপূর। একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শ্রদ্ধা। সেখানেই দেখতে পান এক ব্যক্তিকে। প্রায়শই সে বিরক্ত করে শ্রদ্ধাকে। শ্রদ্ধা তাকে স্টেজে ডেকে নেন। জড়িয়ে ধরেন। তারপর দর্শকদের বলেন, এই লোকটিকে প্রায়ই শ্যুটিংয়ের সেটে, বাড়ির নিচে, বা অন্যত্র তিনি দেখতে পান। এমনকী সেদিনও তাকে ১৭ বারও দেখেছেন বলে জানান শ্রদ্ধা। এভাবেই জনসমক্ষে পুলিশের সাহায্য ছাড়াই ভক্তের মুখোশের আড়ালে সেই উত্যক্তকারীর আসল চেহারা উন্মোচিত করে দিলেন তিনি।