নয়াদিল্লি: মুক্তি পেল সলমন খান অভিনীত ‘ভারত’ সিনেমার টিজার। সাধারণতন্ত্র দিবসে টিজার মুক্তি পাবে বলে জল্পনা চলছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে তার একদিন আগে আজ সিনেমার নির্মাতারা প্রকাশ করলেন টিজারটি। অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে টিজারটি। বিশেষ করে এক মিনিট ছাব্বিশ সেকেন্ডের টিজারে পাঁচটি ভিন্ন রূপে সলমনকে দেখে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত।
অনুরাগীরা সলমনকে দেখতে পেলেও টিজারে দেখা যায়নি সিনেমার লিডিং লেডি ক্যাটরিনা কাইফকে। ‘ভারত’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা। অনুরাগীরা আশা করেছিলেন যে, টিজারে দেখা যাবে ক্যাটরিনাকে।
কিন্তু ভারত সিনেমার টিজারে কেন দেখা গেল না ক্যাটরিনাকে? একটি বিনোদন পোর্টালে এর কারণ জানানো হয়েছে। সূত্র উল্লেখ করে পোর্টালটি জানিয়েছে, ক্যাটরিনা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আর সিনেমার মুক্তির এখনও ছয় মাস দেরি। তাই নির্মাতারা তাঁর লুক ও ভূমিকা আড়ালেই রাখতে চাইছেন। নির্মাতাদের দলের সিদ্ধান্ত যে, এই টিজারে শুধুমাত্র সলমনের চরিত্রকেই তুলে ধরা হবে। ক্যাটরিনার লুক ও চরিত্র একমাত্র ট্রেলারেই প্রকাশ করা হবে। সিনেমার মুক্তির আগে ট্রেলারটি প্রকাশ করা হবে।
সূত্রের খবর, ক্যাটরিনাকে সিনেমায় ভারতীয় লুকে দেখা যাবে। সিনেমার চরিত্র তুলে ধরার প্রস্তুতি হিসেবে পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে দীর্ঘ ওয়ার্কশপ করেছেন তিনি। টিজারে তাঁর ভূমিকা তুলে ধরা হলে সিনেমার কাহিনীর আঁচ পাওয়া যেতে পারত। তাই টিজারে ক্যাটরিনাকে দেখা যায়নি।

দেখুন টিজার -

‘ভারত’ ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি। সলমন নিজে রয়েছেন নাম ভূমিকায়। টিজারে নিজের চরিত্রের নামের ব্যাখ্যা দিয়েছেন সলমন। সিনেমায় দেখা যাবে দিশা পাটানি, তব্বু, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ, নোরা ফতেহি ও আসিফ শেখের মতো তারকাদের।
চলতি বছরের ইদে মুক্তি পাবে এই সিনেমা।