তবে সে জন্য অবশ্য দুই সুপারস্টারের ব্যক্তিগত সম্পর্কে কোনও ফাটল ধরেনি। উল্টে অল্পদিন আগে দেখা করেছেন তাঁরা। যে ছবি তুলেছেন তাতে দুজনকেই বেশ খুশি খুশি লাগছে।
ছবিটি টুইটারে পোস্ট করেছেন আমির। অজয়কে নতুন ছবির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
জবাবে অজয়ের টুইট
গোলমাল এগেন সম্পর্কে বলতে গিয়ে অজয় বলেছেন, আগে বহু কমেডি ছবিতে অশ্লীল দ্ব্যর্থবোধক চুটকি থাকত, অভিনেত্রীদের ব্যবহার করা হত শুধু শো পিস হিসেবে, যেটুকু অভিনয়, করতেন শুধু অভিনেতারাই। কিন্তু তাঁরা সে ধরনের ছবিতে বিশ্বাস করেন না। তিনি ছাড়াও গোলমাল এগেনে রয়েছেন তব্বু, পরিণীতি চোপড়া, কুণাল খেমু, শ্রেয়স তালপাড়ে, আর্শাদ ওয়ার্সি ও তুষার কপূর।
সিক্রেট সুপারস্টারের গল্প কেন্দ্রীভূত আমিরের দঙ্গল কন্যা জায়রা ওয়াসিমকে নিয়ে। আমিরের ক্যামিও চরিত্র। কিশোরী জায়রা এই ছবিতে নিজের সঙ্গীত প্রতিভা প্রমাণ করার চেষ্টা করছেন।