মুম্বই:  ফেব্রুয়ারির ২৩ তারিখ মুক্তির কথা ছিল। কিন্তু রানি মুখার্জির দীর্ঘ প্রতিক্ষীত ছবি 'হিচকি'র মুক্তি একমাস পিছিয়ে গিয়ে ২৩ মার্চ হয়ে গেল। সূত্রের খবর, মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন টিমের যৌথ সিদ্ধান্তে ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। মূলত, ফেব্রুয়ারির ওই সময় বিভিন্ন পরীক্ষা চলে এবং পরীক্ষা পরবর্তী পরিস্থিতির কথা মাথায় রেখেই এই ছবি মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

যেহেতু এই ছবির মূল টার্গেট গ্রুপ হল স্কুল-কলেজ পড়ুয়ারা, তাই ছবিটি যাতে তারা, এবং তাদের বাবা-মায়ের দেখতে পারে, সেইজন্যেই এই পদক্ষেপ। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা। ছবিতে নয়না মাথুরের চরিত্রে অভিনয় করেছেন রানি। রানি ছবিতে স্নায়ুজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন, অসুখটাকে টাউরেট সিনড্রোম বলা হয়।

ছবিতে দেখানো হয়েছে, কীভাবে একজন নিজের সমস্যাকেই সুযোগে বদলে নিতে পারেন। এছাড়া জীবন যে বিভিন্ন চ্যালেঞ্জ মানুষের সামনে নিয়ে আসে, সেটাকে কীভাবে লড়তে হয়, সেটাই দেখানো হয়েছে এই ছবির মাধ্যমে। এই ছবির জনমানসে এক গভীর প্রভাব থাকবে বলে মনে করে ছবির মার্কেটিং টিম। তাই এই মুক্তির তারিখ বদল করলেন তাঁরা।