'হিচকি' ছবিতে ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত রানি, মুক্তি পেল ছবির ট্রেলর, হৃদয় জয় করবেই এই ছবি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Dec 2017 02:59 PM (IST)
মেয়ে আদিরা চোপড়ার জন্মের পর ফের কামব্যাক করছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। তাঁর আসন্ন ছবি হিচকি-র হাত ধরে। ছবিতে রানি ট্যুরেট সিনড্রোমে আক্রান্ত। এর ফলে কথা বলতে গিয়ে আচমকাই হেঁচকি উঠতে শুরু করে নয়না মাথুরের, অনস্ক্রিনে রানির চরিত্রের নাম। ছবিতে একজন শিক্ষিকার ভূমিকায় দেখা যাবে রানিকে। ছবির ট্রেলারের ঝলক থেকে একটি বিষয় পরিষ্কার, রানির অভিনয়ের ক্ষমতা দর্শকের মন জয় করবেই। ৩৯ বছরের রানি চার বছর বিরতির পর ফের ফিরছেন পর্দায়। এর আগে ২০১৪ সালে রানির মার্দানি ছবি সকলের মনে গভীর ছাপ ফেলেছিল। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ পি মালহোত্রা, প্রযোজনা করেছেন মনীষ শর্মা।