গোপন প্রেম? একসঙ্গে দেখা গেল সুরজ পাঞ্চোলি ও কিয়ারা আডবাণীকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2017 01:58 PM (IST)
1
সুরজকে শেষবারের মতো তাঁর প্রথম ছবি ‘হিরো’-তে দেখা গিয়েছে।
2
কিয়ারাকে শেষবার চলতি বছরে ‘মেশিন’ সিনেমায় দেখা গিয়েছিল। (ছবি-মানব মঙ্গলানি)
3
দেখা গেল কিয়ারা প্রথমে গাড়ি থেকে নামলেন। এরপর সুরজ।(ছবি-মানব মঙ্গলানি)
4
এর আগেও তাঁদের দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। যদিও দুজনের কেউই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। (ছবি-মানব মঙ্গলানি)
5
সুরজ পাঞ্চোলি ও কিয়ারা আডবাণীর সম্পর্ক নিয়ে টিনসেল টাউনে এখন জোর জল্পনা। নয়া এই জুটিকে সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় চিনা রেস্তোরাঁ ‘Yauatcha’-তে ঢুকতে দেখা গেল। (ছবি-মানব মঙ্গলানি)