কলকাতা: পারিশ্রমিকের নিরিখে পুরুষ অভিনেতাদের থেকে ভারতে অনেকটাই পিছিয়ে অভিনেত্রীরা। এনিয়ে বিভিন্ন সময়ে সরবও হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, কঙ্গনা রানাউতের মত প্রথম সারির বলিউড অভিনেত্রীরা। তবে তাতে বৈষম্য় দূর হয়নি। কিন্তু বিটাউনে বেশ কয়েকজন অভিনেত্রীরা যা পরিশ্রমিক পান, তা দেখে রীতিমত তাক লেগে যেতে পারে। 


এই তালিকায় প্রথমেই রয়েছে প্রিয়ঙ্কা চোপড়া। IMDb-এর সমীক্ষা অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রতি সিনেমা ও সিরিজের জন্য ১৫ কোটি থেকে শুরু করে ৪০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান। প্রসঙ্গত, বিগত কয়েক বছরে বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়ঙ্কা। আর সেখানে সিনেমা থেকে সিরিজ সবেতেই জমিয়ে অভিনয় করছেন।


সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীর তালিকার দ্বিতীয় স্থানে আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ১৯৮৬ সালের ৫ জানুয়ারী ভারতীয় পরিবারে জন্ম হয় এই অসাধারণ প্রতিভাময়ী অভিনেত্রীর। প্রতিটি সিনেমার জন্য় ১৫ থেকে শুরু করে ৩০ কোটি টাকা পান বলিউডে মস্তানি।


আরও পড়ুন...


সপ্তাহের এই ২ দিন ধূপকাঠি জ্বালাবেন না, ঋণের ফাঁদে পড়তে পারেন; হতে পারে পিতৃ দোষও!


এবার যাঁর কথা বলব, তিনি ভারতের অন্য়তম বিতর্কিত নায়িকা। বিতর্ক যেন তাঁর পিছু ছাড়তেই চায় না। কথা বলছি কঙ্গনা রানাউতের। 'কুইন' অভিনেত্রী একটি সিনেমার জন্য় ১৫ থেকে শুরু করে ২৭ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক পান।


IMDb-এর সমীক্ষা অনুযায়ী, এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ক্য়াটরিনা কাইফ। সিনেমা পিছু ১৫ থেকে ২১ কোটি টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী। 


বলিউডের জেন ওয়াই তারকের মধ্য়ে অন্য়তম আলিয়া ভট্ট। এই তালিয়ার পঞ্চম স্থানে রয়েছেন তিনি। এক একটি সিনেমার জন্য় ১০ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নেন রণবীর কপূর ঘরণী।


IMDb-এর প্রতিবেদন অনুযায়ী এই অভিনেত্রী পরই যিনি আছেন তিনি হলেন অনুষ্কা শর্মা। একটি সিনেমার জন্য় ৮ থেকে ১২ কোটি টাকা নেন এই অভিনেত্রী।


এবার যাঁর কথা বলব তাঁর ঐশ্বরিক সৌন্দর্যের ছটায় মাতোয়ারা হয় আসমুদ্রহিমাচল। 'হাম দিল দে চুকে সনম', 'দেবদাস', 'গুজারিস' মন সিনেমায় তাঁর অভিনয় ও রূপে মুগ্ধ হয়েছিল আপামর সিনেপ্রেমীরা। বোঝাই যাচ্ছে কার কথা বলছি। অভিনেত্রী ঐশ্বর্য রাই প্রতিটি সিনেমার জন্য় ১০ কোটি টাকা পারিশ্রমিক পান।


এই তালিকায় রয়েছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী নয়নতারাও।  শাহরুখ খানের আসন্ন ছবি 'জওয়ান'-এ কাজ করছেন তিনি। নয়নতারা প্রতি সিনেমায় ২ কোটি থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন।


এবার কথা বলব অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর।  প্রধানত তেলেগু এবং তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন এই অভিনেত্রী। তবে হিন্দি সিরিজ ও সিনেমাতেও ইদানীং তাঁকে কাজ করতে দেখা যাচ্ছে। সিনেমা ও সিরিজ পিছু ৩ কোটি থেকে ৮ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial