মুম্বই: মঞ্চে তাঁর বিপরীতে বসে অমিতাভ বচ্চন! ১৫ বছর বয়স থেকে যে স্বপ্ন দেখে এসেছেন, সেটা বাস্তবে ঘটছে! বিশ্বাসই করতে পারছিলেন না হিমানি বুন্দেলা। কেবল স্বপ্নপূৃরণ নয়, হটসিটে বসে, বিভিন্ন প্রশ্নের দক্ষ জবাব দিয়ে 'কোন বনেগা ক্রোড়পতি'-র মঞ্চে এক কোটি টাকা জিতে নিয়েছেন তিনি। কেমন ছিল আগ্রা থেকে 'কোন বনেগা ক্রোড়পতি'-র হটসিটের যাত্রাটা? হিমানির কথায়, 'ওড়ার জন্য ডানা নয়, মনোবল দরকার।'
১৫-১৬ বছর বয়স থেকেই ইচ্ছা ছিল, টিভিতে মুখ দেখাবেন। আরও একটু বড় হয়ে যখন 'কোন বনেগা ক্রোড়পতি' দেখা শুরু করলেন, হিমানির মনে হয়েছিল, এই প্রতিযোগীতাতেই অংশগ্রহণ করতে চান তিনি। সেসময় অনলাইনে আবেদন করা যেন না। মেসেজ পাঠাতেন হিমানি। এক সাংবাদিক সম্মেলনে হিমানি বললেন, 'আমি সেই ১৫ বছর বয়স থেকে কেবিসি-তে মেসেজ পাঠাতাম। কিন্তু বেশিরভাগ সময়েই মেসেজ পৌঁছত না। মনখারাপ হত। ভাবতাম এমন করে হয়ত কখনোই আমার আবেদন পৌঁছবে না। তারপর অনলাইনের সুযোগ এল। সেখানে যখন দেখতাম, সফলভাবে আবেদন পাঠাতে পেরেছি, খুব আনন্দ হত।'
২০১১ সালে হঠাৎ বদলে যায় হিমানির জীবন। একটি দুর্ঘটনায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তাঁর চোখ। একাধিক অস্ত্রোপচার করেও স্বাভাবিক হয়নি দৃষ্টিশক্তি। ভয়াবহ সেই অভিজ্ঞতাও আঁচড় ফেলতে পারেনি হিমানির মনোবলে। তাঁর কথায়, 'আমায় সবচেয়ে বেশি সাহায্য করেছিল আমার পরিবার। মা, বাবা, আত্মীয় সবাই আমায় একটাই কথা বলত, যদি তুই না পারিস তাহলে আর কেউ পারবে না। ভীষণ বিশ্বাস করতে শুরু করেছিলাম কথাটা। আমার অঙ্ক করতে ভালো লাগে। ছোট্ট থেকে। সেটাকেই জীবনের লক্ষ্য তৈরি করে নিয়েছিলাম।'
আপাতত বিশেষভাবে সক্ষমদের জন্য তৈরি একটি বিদ্যালয়ের অঙ্কের শিক্ষিকা হিমানি। ছোটদের 'মেন্টাল ম্য়াথস'-এর একটি বিশেষ ক্লাসও করান তিনি। হিমানির দাবি, ম্যাজিকের মত মজাদার আর আকর্ষণীয় করেই ছাত্র-ছাত্রীদের কাছে অঙ্ককে তুলে ধরতে চান তিনি। বিশেষভাবে সক্ষমদের জন্য বিদ্যালয়, বিশ্ববিদ্য়ালয় রয়েছে। কিন্তু তাঁদের কথা ভেবে বিভিন্ন জায়গায় কোচিং সেন্টার গড়ে তোলার স্বপ্ন হিমানির।
সাংবাদিক সম্মেলনে কথা ছলে নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে নেন হিমানি। দুর্ঘটনার কারণে একাধিক অস্ত্রোপচার হয়েছিল তাঁর। এমনই এক অস্ত্রোপচারের আগে চিকিৎসকের হাতে একটি কাগজ দিয়ে হিমানি বলেছিলেন, ' এটা অঙ্কের প্রশ্নপত্র। অপরেশন থিয়েটারে ঢোকার আগে আমায় এটা পড়ে বলুন। তাহলে আমি গোটা সময়টা মনে মনে এই অঙ্কগুলোর উত্তর খুঁজতে পারব।'
৩০ ও ৩১ অগাস্ট রাত ৯টায় সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে সম্প্রচারিত হবে হিমানি বুন্দেলার 'কোন বনেগা ক্রোড়পতি'-র এপিসোড। সাংবাদিক সম্মেলনে তাই নিজের জেতা টাকার অঙ্ক নিয়ে রহস্য বজায় রাখলেন হিমানি।