নয়াদিল্লি: স্টেজ থ্রি স্তন ক্যান্সারে (breat cancer) আক্রান্ত অভিনেত্রী হিনা খান (Hina Khan)। সম্প্রতি নিজেই অসুস্থতার কথা অনুরাগীদের জানান ছোটপর্দার জনপ্রিয় তারকা অভিনেত্রী। উদ্বেগের মধ্যেই হতভম্ব তাঁর অনুরাগীরা। তবে ইতিবাচক হিনা। সোমবার একটি ভিডিও পোস্ট করেন তিনি, যেখানে জানান যে প্রথম কেমোথেরাপি (first chemotherapy session) নিতে তৈরি তিনি। 


কেমোথেরাপি শুরু করলেন অভিনেত্রী হিনা খান


সোমবার একটি ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। যেখানে স্পষ্ট একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে, রেড-কার্পেটে হেঁটে, হাতে অ্যাওয়ার্ড নিয়ে তারপর হাসপাতালে পৌঁছন হিনা খান। হাসপাতালে ঢুকতে ঢুকতে তাঁকে বলতে শোনা যায়, 'সমস্ত গ্ল্যামারাস কাজ শেষ এবং আমি আমার প্রথম কেমোর জন্য তৈরি হাসপাতালে। সুস্থ হয়ে ওঠা যাক।'


হিনা খান এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'এই পুরস্কার বিতরণীর দিনে, আমি আমার ক্যান্সারের কথা জানতাম, কিন্তু আমি খুব সতর্কভাবেই সেটা স্বাভাবিক করতে চেয়েছি - শুধু আমার জন্যই নয়, বরং আমাদের সকলের জন্য। এই দিনে সবটা বদলে যায়, এই দিন আমার জীবনের অন্যতম চ্যালেঞ্জিং অধ্যায়ের সূচনা হল।'


দীর্ঘ ক্যাপশনে তিনি আরও লেখেন, 'তাই এর কিছু নিশ্চিতকরণ করা যাক। আমরা যা বিশ্বাস করি আমরা সেটাই হয়ে যাই এবং আমি এই চ্যালেঞ্জের মাধ্যমে নিজেকে নতুন করে আবিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার টুলকিটে প্রথম হাতিয়ার হিসাবে ইতিবাচকতার চেতনা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার জন্য এই অভিজ্ঞতাকে স্বাভাবিক করতে বেছে নিয়েছি এবং সচেতনভাবে পছন্দসই ফলাফল প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য... আমার কাজের প্রতিশ্রুতি গুরুত্বপূর্ণ। আমার জন্য আমার প্রেরণা, আবেগ এবং শিল্পের দাম অনেক। আমি মাথা নত করব না। আমার প্রথম কেমোর ঠিক আগে আমি যে পুরস্কারটি পেয়েছি তা আমার জন্য শুধু অনুপ্রেরণা ছিল না, আসলে, আমি এই ইভেন্টে যোগ দিয়েছিলাম নিজেকে আশ্বস্ত করার জন্য যে আমি নিজের জন্য যে বেঞ্চমার্ক সেট করেছি, তা ছুঁয়ে আছি।'


 






আরও পড়ুন: Anirban Bhattacharya: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে রংমিলান্তি পোশাকে আমেরিকা পাড়ি অনির্বাণ-মধুরিমার, ভাইরাল ছবি


তাঁর লেখাতেই স্পষ্ট যে অনুষ্ঠানে যোগ দিয়েই সোজা তিনি পৌঁছন হাসপাতালে। সকলকে তিনি জীবনে চ্যালেঞ্জের মোকাবিলা স্বাভাবিক ছন্দে করার আহ্বান জানান এই পোস্টের মাধ্যমে। 'যতই কঠিন হোক। কখনও পিছিয়ে আসবেন না। কখনও হাল ছাড়বেন না।' অভিনেত্রীর এই কঠিন সময়ে অবশ্যই পাশে রয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। দীর্ঘদিনের প্রেমিক রকি জয়সওয়াল কমেন্টে লেখেন, 'আমার যোদ্ধা'। দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট করেছেন আরতী সিংহ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।