কলকাতা: উপনির্বাচনে জয়ী বিধায়কদের নিয়ে রাজ্য-রাজভবন সংঘাত নয়া মাত্রা পেয়েছে। বিধানসভার সিঁড়িতে বসে সেই নিয়ে ধর্নাতেও বসেছেন তৃণমূল বিধায়করা। কিন্তু বিধানসভায় না গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস দিল্লি রওনা দিয়েছেন। সেই নিয়ে এবার নবান্ন থেকে রাজ্যপালকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মানুষ যাঁদের নির্বাচিত করেছেন, তাঁদের শপথ আটকে রাখার কী অধিকার আছে রাজ্যপালের, প্রশ্ন তুলেছেন তিনি। (CV Ananda Bose)


বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। আর সেখান থেকেই এই বিতর্কে মুখ খোলেন। মমতা বলেন, "জেতার পর একমাস ধরে বসে রয়েছেন আমার বিধায়করা। রাজ্যপাল শপথ নিতে দিচ্ছেন না। মানুষ নির্বাচিত করেছেন। ওঁদের শপথ নিতে না দেওয়ার কী অধিকার রয়েছে ওঁর? স্পিকারকে অথরাইজ করবেন রাজ্যপাল, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, নইলে নিজে বিধানসভায় আসবেন! ওঁর রাজভবনে কেন যাবেন সবাই? রাজভবনের যা কীর্তি, তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছেন। আমার কাছে অভিযোগও এসেছে।"


উপনির্বাচনে জয়ী তৃণমূলের দুই বিধায়ক, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) এবং ভগবানগোলার রেয়াত হোসেন সরকারের (Reyat Hossain Sarkar) শপথগ্রহণ ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে উঠেছে। বিধানসভায় এসে রাজ্যপাল শপথবাক্য পাঠ না করানোয় বুধবার বিধানসভার সিঁড়িতে ধর্নায় বসেন তাঁরা। বৃহস্পতিবার বিধানসভায় অম্বেডকর মূর্তির সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন। রাজ্যপাল যদিও গতকাল দুপুরেই দিল্লি রওনা দেন। ফলে তাঁদের শপথ আটকে রয়েছে। সেই নিয়েই এদিন রাজ্যপালকে নিশানা করলেন মমতা।


আরও পড়ুন: Mamata Banerjee: নেতা-পুলিশ লোভ সংবরণ করুন, যত কেউকেটাই হোন, গ্রেফতার করা হবে, হকার ইস্যুতে কড়া বার্তা মমতার


রাজভবনের বাইরে ভোট পরবর্তী হিংসা নিয়ে অবস্থানের কথা জানায় রাজ্য বিজেপি। সেই নিয়ে টানাপোড়েন শুরু হলে মামলা পৌঁছয় আদালতে। সেখানে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল রাজভবনের নর্থ গেটে যে ধর্না কর্মসূচির আয়োজন করে, সেই প্রসঙ্গ উঠে আসে। এদিন সেই নিয়েও প্রতিক্রিয়া জানান মমতা। তাঁর কথায়, "অভিষেকরা যখন রাজভবনের নর্থ গেটে ধর্নায় বসে, সেখানে ১৪৪ ধারা ছিল না। আজ যারা সেই ইস্যু তুলে রাজনীতি করতে চাইছেন, তাঁরা জেনে রাখুন। আমরা যা করছি, ওদেরও তাই করতে হবে। দিল্লিতে বসতে দেয়? সংসদে স্পিকার নির্বাচনে ভোট পর্যন্ত দিতে দেয় না।"