নয়াদিল্লি: শনিবার ১০ মে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে বলিউড অভিনেত্রী হিনা খান জানান যে তাঁকে চরম নিন্দাজনক এবং কুরুচিপূর্ণ মেসেজ পাঠানো হচ্ছে ভারতকে সমর্থনের জেরে। সন্ত্রাসবাদের বিরোধিতায় ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন জানিয়েছিলেন হিনা খান আর তার জেরেই চরম নিন্দার মুখে পড়তে হয়েছে তাঁকে। আর এই প্রেক্ষিতে সমাজমাধ্যমে (Hina Khan) একটি বড়সড় পোস্টে যারা এতদিন নিন্দা করছিলেন, তাদের সপাট (India Pakistan Tension) জবাব দিয়েছেন হিনা খান। ট্রোলারদের হিনা খান সাফ জানিয়েছেন যে তারা চাইলেই তাঁকে আনফলো করতে পারেন, এতে তার কিছুই ক্ষতি-বৃদ্ধি হবে না।

এই পোস্টে হিনা খান লিখেছেন, 'আমার সারা জীবন ধরেই সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়ে এসেছি। অপারেশন সিঁদুরের আগে ও পরে আমার দেশকে সমর্থন জানানোর জন্য আপনাদের অনেকেই আমাকে নিন্দা করেছেন, আমার সঙ্গে কুরুচিকর আচরণ করেছেন। আমাকে অভিশাপও দিয়েছেন। অনেকে আবার আমাকে আনফলোও করেছেন।' তিনি আরও লেখেন, 'এই নিন্দার সঙ্গে জুড়ে রয়েছে গালিগালাজ, অবমাননাকর ঘৃণা, আমার স্বাস্থ্যের অবস্থা, আমার পরিবার, এমনকী আমার বিশ্বাসের প্রতিও নিন্দাবাণ এসেছে। আমি আশা করি না যে আপনারা আমার দেশকে সমর্থন করবেন। আপনারা নিজেদের দেশকে সমর্থন করছেন, এটা ঠিক আছে। আমি কেবল আশা করেছিলাম যে আপনারা অন্তত মানবিক আচরণ করবেন, যতটা এতদিন আমি করে এসেছি আপনাদের সঙ্গে'।

হিনা খান তাঁর পোস্টে আরও বলে চলেন, 'আমার মনে হয় এটাই পার্থক্য। আমি যদি ভারতীয় না হই, তাহলে আমি কিছুই নই। আমি সবসময় আগে একজন ভারতীয়, সবার আগে। ফলে আপনারা চালিয়ে যান, আমাকে আনফলো করে দিন। আমি পরোয়া করি না। আমি আপনাদের কাউকে নিন্দা করব না বা অভিশাপ দেব না। আমি কেবল আমার দেশকে সমর্থন করছি'।

থার্ড স্টেজের স্তন ক্যানসার ধরা পড়েছিল হিনা খানের। আর এই পরিস্থিতিতে অভিনেত্রী জানান যে তাঁর স্বাস্থ্য, পরিবার ও তাঁর বিশ্বাসের উপর ঝুঁকি রয়েছে। ব্যক্তিগত আক্রমণ এসেছে তাঁর কাছে। আর তাই নিয়েই দীর্ঘ এই পোস্ট লেখেন হিনা খান তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে। তাঁর এই পোস্টের শেষে হিনা খান আবারও মনে করিয়ে দেন যে তিনি তাঁর দেশকেই সমর্থন করবেন এবং জয়হিন্দ ধ্বনি দিয়ে পোস্ট শেষ করেন তিনি।