India Pakistan Tension: ভারতের একের পর এক জায়গা ড্রোন হামলা পাকিস্তানের। তবে যোগ্য জবাব দিয়ে সমস্ত আক্রমণ প্রতিহত করছে ভারত। কার্যতই ভারতের এয়ার ডিফেন্সের দুর্দান্ত পারফরম্যান্স নজরে এসেছে সম্প্রতি। ভারতীয় সেনাবাহিনীর তরফে এক মাধ্যমে জানানো হয়েছে পশ্চিমের সীমানা বরাবর একাধিক জায়গায় ড্রোন স্ট্রাইক করে আক্রমণের চেষ্টা করেছিল পাকিস্তান। তবে সেই হামলা প্রতিহত করে যোগ্য জবাব দেওয়া হয়েছে ভারতের তরফে। ধ্বংস করা হয়েছে পাকিস্তানি ড্রোন। ১০ মে ভোর ৫টা নাগাদ পঞ্জাবের অমৃতসরে খাসা ক্যান্টমেন্ট এলাকায় নজরে এসেছিল শত্রুপক্ষের একাধিক সশস্ত্র ড্রোন। সেই মুহূর্তেই ভারতের এয়ার ডিফেন্সের সাহায্যে ওইসব ড্রোন ধ্বংস করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর তরফে সাফ জানানো হয়েছে ভারতের সার্বভৌমত্ম লঙ্ঘন করা এবং সাধারণ নাগরিকদের বিপদে ফেলার জন্য পাকিস্তানের তরফে বারংবার যে হামলা করা হচ্ছে, তা কোনওমতেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় সেনা যে, শত্রুপক্ষের পরিকল্পনা ব্যর্থ করে দেবে, সেকথাও জানানো হয়েছে। 

ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও জানানো হয়েছে পাকিস্তানের ড্রোন ধ্বংসের এই তথ্য 

পাক হামলার প্রত্য়াঘাত, পাকিস্তানের একাধিক সেনাঘাঁটিতে প্রত্যাঘাত ভারতের। পাকিস্তানের ৫টি এয়ারবেস ভারতের প্রত্যাঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা এয়ারবেসে সকালে বিস্ফোরণের শব্দ। ব্য়াপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাওয়ালপিন্ডিতে নুর খান এয়ারবেস। চাকওয়ালের মুরিদ, শোরকোটের রফিকি, সিন্ধ প্রদেশের সুক্কুর এয়ারবেসেও আগুন জ্বলছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-সহ একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

পাকিস্তানের একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস ভারতের। শিয়ালকোটের লুনিতে জঙ্গিদের লঞ্চপ্যাড ধ্বংস। আখনুর সীমান্তের উল্টোদিকে লুনিতে জঙ্গি লঞ্চপ্যাড ধ্বংস। পাক সেনার একাধিক পোস্ট গুঁড়িয়ে দিল ভারত। ভারতীয় সেনার অ্যাকশনে ধ্বংস জঙ্গিদের ড্রোন লঞ্চপ্যাডও। এখান থেকেই টিউব ড্রোন ছুড়ত পাক জঙ্গিরা, খবর অসমর্থিত সূত্রে। 

ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কামাল। হরিয়ানার সিরসায় পাক ক্ষেপণাস্ত্র ধ্বংস। একের পর এক ভারতীয় প্রত্যাঘাতে আকাশেই গুঁড়িয়ে গেল ফতেহ্ ওয়ান মিসাইল। গুজরাটে বায়ুসেনার কামাল। সীমান্তে হামলা চালাতে আসা পাক ড্রোন ধ্বংস। পরপর ৬টি পাক ড্রোন উড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা। পাঞ্জাবের ফিরোজপুরে পাক ড্রোন ধ্বংস।