কলকাতা: বধূবেশে সেজে ওঠা। এ যেন প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন। যদিও অভিনেত্রীদের জীবনে একাধিক কারণে, বারে বারেই এই সুযোগ আসে। কিন্তু এই সুযোগ যদি আসে জীবনের সবচেয়ে কঠিন সময়ে? কেমনভাবে সবটা সামলানো যায়? এই পরিস্থিতির উদাহরণ হয়ে উঠতে পারেন হিনা খান (Hina Khan)। বর্তমানে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন অভিনেত্রী। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন নিজের কাজও। সদ্য একটি ফ্যাশন শো উপলক্ষ্যে বধূবেশে সেজেছিলেন হিনা খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁর সেই বধূবেশ। কিন্তু যখন শরীরে বাসা বেঁধেছে ক্যানসার, তখন কি এতটাই সহজ কাজ চালিয়ে যাওয়া? সোশ্যাল মিডিয়ায় নিজের বিবাহবেশের ভিডিও শেয়ার করে, নিজের অনুভূতির কথা ভাগ করে নিলেন হিনা খান।
সোশ্যাল মিডিয়ায় হিনা লিখছেন, 'আমার বাবা সবসময় বলতেন.. 'তুমি না বাবার মেয়ে.. তুমি তো ভীষণ শক্ত। একদম কাঁদবে না। নিজের জীবন নিয়ে কোনও অভিযোগ করবে না। যা পেয়েছো তাই নিয়েই খুশি থাকবে। নিজের জীবনের রাশটা যেন তোমার নিজের হাতে থাকে। নিজের জীবনটাকে নিজে সাজাও, নিজের মতো করে জীবনটা বাঁচো।' সেই জন্যই আমি বাহ্যিক কোনও বিষয় নিয়ে ভাবা এখন বন্ধ করে দিয়েছি। শুধুমাত্র নিজের ক্ষমতায় যতটুকু রয়েছে, ততটুকুই করি। সেভাবেই জীবনটাকে বাঁচি। বাকিটা আমি ঈশ্বরের ওপর ছেড়ে দিই। উনি প্রত্যেকের চেষ্টাটা দেখছেন, বাঁচার ইচ্ছাটা দেখছেন। উনি প্রত্যেকের মনের ইচ্ছাটাও জানেন। এই শো টা করা সহজ ছিল না। কিন্তু আমি নিজেকে কেবলই বলতে থেকেছি.. 'হিনা.. এগিয়ে যায়। কখনও থেমো না।' এটা গতকাল রাতের গল্প। প্রায় একযুগ পরে আমি বধূবেশে সাজলাম। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।'
হিনা একটি ভারি কাজের লাল লেহঙ্গা পরেছিলেন। সঙ্গে ভারি কুন্দনের গয়না। মাথায় তুলে নিয়েছিলেন ওড়না। কেমো চলার কারণে হেনা নিজের সমস্ত চুল ছেঁটে ফেলেছেন। নেড়া হয়ে গিয়েছেন। তবে নিজের চুল দিয়েই হিনা একটি উইগ বা পরচুলা তৈরি করেছিলেন। যে কোনও কাজ বা ফ্যাশন শো হলে সেটিই ব্যবহার করেন হিনা। তাঁর এই ভিডিও দেখে আপ্লুত অনুরাগীরা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।